তবে ভাইরাল হওয়ার পর থেকে কিছুটা হলেও বদলে গিয়েছে রাণুর জীবন। এখন তাঁর বাড়িতে প্রায় প্রতিদিন মানুষের ভিড় জমে। সব থেকে বেশি তাঁর কাছে আসেন ইউটিউবাররা। বাংলাদেশ থেকে এসেও রাণু মন্ডলের সঙ্গে ভিডিও বানিয়েছেন ইউটিউবাররা। কিছু দিন আগেই শোনা গিয়েছিল তেমনই এক ইউটিউবারকে এবার ভালবেসে ফেললেন রাণু মন্ডল। কিন্তু আসলে বিষয়টা তেমন নয়। সবটাই ওই ইউটিউবারদের কারসাজি। নিজেদের চ্যানেলের ভিউ বাড়াতে রাণু মন্ডলকে নিয়ে নানা মজার ভিডিও বানাচ্ছেন তাঁরা।
advertisement
তেমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে লাল বেনারসী শাড়ি পরেছেন রাণু। গা ভর্তি গয়না। মাথায় চন্দন। একেবারে নতুন বউ সেজেছেন তিনি। আর এই সাজে গাইছেন 'কাঁচা বাদাম ' গান। কিছুদিন আগেই রাণু মন্ডলের মতো সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছেন বীরভূমের ভুবন বাদ্যকর। সাধারণ বাদাম বিক্রেতা থেকে রাতারাতি সেলেব তিনি। ভুবনের কাঁচা বাদাম গানে কোমর দোলাননি এমন মানুষ মেলা ভার। দেশ থেকে বিদেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাল কাঁচা বাদাম গান। এবার সেই গানই শোনা গেল রাণু মন্ডলের গলায়। কিন্তু এমন বিয়ের সাজে কাঁচা বাদাম কেন গাইছেন রাণু? কিছুই না এও এক ইউটিউবারের ভিডিওর জন্যই করেছেন রাণু মন্ডল। মজার বিষয় হল এখন রাণুর গান নিয়ে না যত চর্চা হয়, তার থেকে বেশি হয় রাণুকে নিয়ে এই সব ভিডিও! আপাতত এই ভিডিও ফের ভাইরাল।