কিন্তু ব্যস ওইটুকুই ৷ তারপর একে একে অনেক সময়েই অনেক গান গেয়েছেন রানু ৷ কিন্তু তাতে হাসির খোরাকই হয়েছেন বেশি সময় তিনি ৷ রানুর সঙ্গে ডুয়েটে ‘তেরি মেরি কাহানি’ গান গেয়েছিলেন হিমেশ রেশমিয়া। দারুণ জনপ্রিয় হয়েছিল সেই গান। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই শোচনীয় অবস্থা হয় রানু মণ্ডলের ৷ সেই নিত্য অভাবের জীবনই তার সঙ্গী হয় ৷ সম্প্রতি ফের একটি গান ভাইরাল হয়েছে রানুর ৷ যেখানে নেটিজেনরা রানুকে দেখে হেসেই কুটিপাটি ৷ সবুজ রঙের একটি নাইটি পরে মুখে অদ্ভূত মেক আপ (প্রায় সাদা মুখ) করে গান গাইতে দেখা গিয়েছে রানুকে ৷
advertisement
ভিডিওতে অদ্ভুত সাজেই দেখা গিয়েছে তাকে। বিশেষ করে চোখে এমন থেবড়ে যাওয়া কাজল কেন লাগিয়েছেন রানু ? সেটাই প্রশ্ন সবার ৷ তবে একইসঙ্গে অনেকেই বলেছেন, এভাবে রানু মণ্ডলকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা ঠিক নয় ৷
একসময় রানাঘাট রেল স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্ম থেকে তার গান ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ৷ সেই ভাইরাল হওয়া গান ছড়িয়ে পড়েছিল সুদূর মুম্বই। গায়ক এবং পরিচালক হিমেশ রেশমিয়ার পরিচালনায় একটি গানের প্লেব্যাকের জন্য অফার পান তিনি। রাতারাতি বদলে যায় রানাঘাটের ভাইরাল শিল্পী রানু মন্ডলের জীবন (Ranu Mondal current situation)। একসময় মিডিয়ার হট টপিক ছিলেন রানাঘাটের রানু মণ্ডল। দু-একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও দেখা যায় তাকে। আওয়ার্ড অনুষ্ঠানে তার চড়া মেকআপের জন্য নেটিজেনদের কাছে হাসির খোরাকও হয়েছিলেন তিনি। তবে এখন তার অবস্থা খুবই শোচনীয় !