TRENDING:

স্বাস্থ্যকর্মী সেজে বিনামূল্যে KFC এর চিকেন খেলেন দুই প্র্যাঙ্কস্টার

Last Updated:

বিনামূল্যে KFC এর চিকেন খেতে দুইজন প্র্যাঙ্কস্টার স্বাস্থ্যকর্মী সেজে যান KFC এর আউটলেটে। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পর দ্রুত ভাইরাল হয় এবং ৭.৯ মিলিয়নেরও বেশি ভিউস অর্জন করে। two prankstar dressed as medical officer to enjoy free KFC chicken

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুস্বাদু খাবার আমাদের সকলেরই খুবই পছন্দের। কিন্তু সেই খাবার যদি বিনামূল্যে পাওয়া যায় তাহলে তো আর কথায় নেয়। কোন টাকা পয়সা খরচ না করে কোন ভালো রেঁস্তোরা কিংবা কোন অনুষ্ঠানে গিয়ে মুখে জল আনা টেস্টি খাবার খেতে কার না ভালো লাগে। ঠিক এমনটাই ঘটেছে এই ভাইরাল ভিডিটিতে। বিনামূল্যে KFC এর চিকেন খেতে দুইজন প্র্যাঙ্কস্টার স্বাস্থ্যকর্মী সেজে যান KFC এর আউটলেটে। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পর দ্রুত ভাইরাল হয় এবং ৭.৯ মিলিয়নেরও বেশি ভিউস অর্জন করে। ভাইরাল হওয়া ভিডিওতে এই দুজন ব্যক্তিকে হাজমাট স্যুট পড়ে KFC এর আউটলেটের ভিতরে হাঁটতে দেখা যায়। সেন্টার অফ ডিজিজ অ্যান্ড প্রিভেনশন”-এর অফিসার হিসেবে তার নিজেদের পরিচয় দেন এবং তাদের বলেন যে “ইউরোপে চিকেন নিয়ে একটা প্রাদুর্ভাব ঘটেছে, আপনি হয়তো জানেন। সুতরাং, এটি শুধুমাত্র সতর্কতামূলক… আপনার কাছে কি কোন ছোট চিকেন বাইট আছে তাহলে আমরা এটিকে ল্যাবে নিয়ে আসতে পারি।” এই দুই প্র্যাঙ্কস্টারের কথা বলার ভঙ্গিমায় এবং অভিব্যক্তি দেখে কেউ তাদের সন্দেহ করতে পারেনি এবং নির্দ্বিধায় তাদের কথা বিশ্বাস করেছে। এদের কথায় ওই আউটলেটের ম্যানেজারের চোখে মুখে উদ্বিগ্নতা ভেসে ওঠে। তিনি প্র্যাঙ্কস্টারদের বলেন "ঠিক আছে " এটা কোন ব্যাপার না। কতটা লাগবে ? " উত্তরে একজন প্র্যাঙ্কস্টার জানান "মুরগি যত বেশি হবে পরীক্ষা তত ভাল হবে।"
advertisement

এরপরে ম্যানেজার তাদের দুই মিনিট অপেক্ষা করতে বলে ভিতরে যায় তখন একজন প্র্যাঙ্কস্টার অন্যজনকে বলে “তুমি একজন ইন্টার্নের জন্য দুর্দান্ত কাজ করেন। তুমি খুব ভালো উইংম্যান।” শেষে ওই ম্যানেজার চিকেন উইংসের একটি বাক্স তাদের হাতে তুলে দেয়। তাদের উদ্দেশ্য সফল হওয়ার পর ওখান থেকে ফিরে যাওয়ার সময় তারা প্যাকেটটি ব্যাগ ঢুকিয়ে বলেন "তাহলে আপনি ছয় মাসের মধ্যে ফল পাবেন। শুধু আপনার ইমেল চেক করবেন ।" ভিডিওটির শেষের অংশটা দেখলে আপনি নিজের হাসি ধরে রাখতে পারবেন না। এই দুই নকল মেডিয়াসিল অফিসার প্যাকেট থেকে চিকেন উইংস বের করে খেতে থাকে। বিনামূল্যে KFC এর চিকেন উপভোগ করার আনন্দ দুজনের চেহারায় ফুটে উঠছিল। ভিডিওটি এখানে দেখুন-

advertisement

একজন মন্তব্য করেছেন “মজার কিছু নয়, এখানে আসার ব্যাপারে আপনি লোকেদের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়ে রেস্টুরেন্টের ক্ষতি করতে পারেন। "

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অপর একজনের কথায় "এছাড়াও, একজন এজেন্টের ছদ্মবেশ ধরে আসা একটি অপরাধ। " অন্য একজন ব্যক্তি কমেন্ট করেছেন "এটি অবৈধ বলে মনে হচ্ছে... ছদ্মবেশী। "

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
স্বাস্থ্যকর্মী সেজে বিনামূল্যে KFC এর চিকেন খেলেন দুই প্র্যাঙ্কস্টার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল