ভিজিল্যান্স টিম শম্ভু নাথের দায়ের করা একটি অভিযোগ থেকে ঘুষ সম্পর্কে জানতে পেরে ধরার জন্য ফাঁদ পাতে। শম্ভু নাথের কাছ থেকে ঘুষের টাকা নেওয়ার সময় মহেন্দ্র উলা ভিজিল্যান্স টিমের হাতে ধরা পরে যায়। তারা পুলিশ ইন্সপেক্টরকে তাড়া করলে এবং তাকে ধরতে গেলে মহেন্দ্র উলা ঘুষের টাকা মুখে নিয়ে গিলে ফেলার চেষ্টা করে কিন্তু ভিজিল্যান্স আধিকারিকরা তার মুখে আঙুল ঢুকিয়ে টাকা বের করতে গেলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়. পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পরে। ভিডিওটি শেয়ার হলে কিছু সময়েই ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখুন -
advertisement
ভাইরাল ভিডিওতে ভিজিল্যান্স আধিকারিকদের সঙ্গে সাব ইন্সপেক্টরের হাতাহাতি করতে দেখা যায়। উলাকে মাটিতে বেঁধে রেখে মুখের মধ্যে আঙ্গুল দিয়ে ঘুষের টাকা বের করার চেষ্টা করা হচ্ছিল।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ছড়িয়ে পড়তে থাকে এবং লোকেদের প্রতিক্রিয়া পেতে থাকে।