সম্প্রতি মুসলিমদের পবিত্র ঈদ-উল-আধা (Eid-ul-Adha celebration) পালিত হয়েছে বিশ্বজুড়ে। সেই উৎসবে কুরবানি দেওয়ার প্রচলন রয়েছে। ফলে উৎসব শুরু থেকেই নানা প্রজাতির ছাগল, পাঁঠায় ছেয়ে গিয়েছিল উত্তরপ্রদেশের লখনউ এবং বুলন্দশহর। কয়েক হাজার থেকে কয়েক লক্ষ টাকা পর্যন্ত উঠেছিল ছাগলের দাম। তাই বলে, এক জোড়া ছাগলের দাম সাড়ে চার লক্ষ টাকা!
advertisement
সত্যিই ঈদের শুভ মুহূর্তে এক ব্যক্তি দুটি ছাগল কেনেন সাড়ে চার লক্ষ টাকা দিয়ে। ইন্ডিয়া টুডে-র রিপোর্ট অনুযায়ী, গত মঙ্গলবার লখনউইয়ের গোমতী নদীর কাছে একটি বাজার থেকে এক ব্যক্তি সাড়ে চার লাখি জোড়া কেনেন। দুটি ছাগলের বয়স ২ বছর করে। তাদের ওজন যথাক্রমে ১৭০ কেজি এবং ১৫০ কেজি।
কিন্তু কেন এমন বিপুল দাম! খোলসা করেছেন ছাগলের মালিক। বিক্রেতার দাবি, প্রতিদিন ছাগল দুটিকে খাওয়াতে তাঁর খরচ হত ৬০০ টাকা। ঘাস-পাতা বা সবজির খোসা নয়, তাদের শরীর সুস্থ এবং তরতাজা রাখতে নিত্যদিনের খাদ্যতালিকায় ছিল কাজু (cashew nuts), পেস্তা (pistachios), আমন্ড (almond), মিষ্টি (sweets) এবং ফলের রস (juices)। পশমের যত্নের জন্য প্রতিদিন স্নান করানো হত দামি শ্যাম্পু দিয়ে। চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে সময়মতো শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও করানো হত।