TRENDING:

Human Brain : আপনার কি অনেক বন্ধু? ভুল! একটা জীবনে মানুষের মস্তিষ্ক ক’টা সম্পর্ক সামলায় জানেন? রিপোর্ট শুনলে হা হয়ে যাবেন

Last Updated:

Human Brain : গবেষণা বলছে, আপনি আপনার জীবনে সর্বোচ্চ ১৫০ জনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারবেন। তবে আপনি চেনেন, এমন মানুষের সংখ্যা হতে পারে অনেক। কিন্তু আপনার সামাজিক ‘নেটওয়ার্ক’ সীমা ১৫০ জন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আপনার সোশ্যাল মিডিয়াতে ১ কোটি (১১ মিলিয়ন) ফলোয়ার থাকতে পারে। বিশাল পরিচিতি ও সহকর্মীদের নেটওয়ার্ক থাকতে পারে আপনার। কিন্তু একজন ব্রিটিশ মনোবিজ্ঞানী এবং প্রাইমেট (বানরজাতীয় প্রাণী) আচরণ বিশেষজ্ঞ এবার যা বলছেন, তা শুনে আপনি অবাক হতে পারেন।
News18
News18
advertisement

সেই মনোবিজ্ঞানী বিখ্যাত হয়েছিলেন সম্পর্কের বিজ্ঞান নিয়ে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য। মানব মস্তিষ্ক কতজন বন্ধুর সম্পর্ক বজায় রাখতে সক্ষম, তার একটি নির্দিষ্ট সীমা আছে। আর সেটাই জানিয়েছেন তিনি।

এই তত্ত্বকে বলা হয় “রবিন ডানবার তত্ত্ব”। “ডানবারের সংখ্যা” অথবা “সোশ্যাল ব্রেইন হাইপোথিসিস”, যা কয়েক দশক আগে প্রথম প্রস্তাবিত হয়েছিল এবং আজও এটি নিয়ে ব্যাপক বিতর্ক চলেছে।

advertisement

বর্তমানে প্রায় ৭০-এর কোঠায় ডানবার এই সপ্তাহে ওয়াল স্ট্রিট জার্নাল-কে বলেন, যখন আপনি ১৫০ বন্ধুর সীমা ছাড়িয়ে যান, তখন সম্পর্কগুলো “একতরফা” হয়ে যায়। তিনি বলেন, “এই ১৫০ জন এবং এর ভিতরে যে স্তরগুলো আছে, তার মূল বিষয় হলো — এগুলো পারস্পরিক সম্পর্ক।”

এই তত্ত্বের সঙ্গে অনেকে অবশ্য একমত নন। স্টকহোম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ২০২১ সালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছিলেন, “এই উপায়ে মানুষের সামাজিক গোষ্ঠীর আকারে কোনও মানসিক সীমা নির্ধারণ করা যায় না।” তাঁরা মস্তিষ্কের আকারের ভিত্তিতে কোনও নির্দিষ্ট সর্বোচ্চ সীমা খুঁজে পাননি। তাঁরা বলেছেন, এটি নির্ভুলভাবে হিসেব করা সম্ভব নয়।

advertisement

ডানবার এই সীমাটি নির্ধারণ করেছিলেন নিওকরটেক্স (মস্তিষ্কের একটি অংশ) এবং প্রাইমেটদের (বানর ও এপস) গোষ্ঠীগুলোর তুলনামূলক আকার বিশ্লেষণ করে।

মানুষের মস্তিষ্কের ওজন প্রায় ১.৩৬ কিলোগ্রাম। যা কি না দেহের ওজনের দুই শতাংশ। মস্তিষ্কের এক- তৃতীয়াংশ জুড়ে থাকে নিওকর্টেক্স অঞ্চল। সাধারণত স্মৃতিশক্তি, ভাষা বোঝা, সমস্যার সমাধান-সহ একাধিক কাজ করে মস্তিষ্কের এই অংশ। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, বন্ধুত্ব, সামাজিকতা এই অংশ থেকেই নিয়ন্ত্রণ হয়।

advertisement

গবেষণা বলছে, আপনি আপনার জীবনে সর্বোচ্চ ১৫০ জনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারবেন। তবে আপনি চেনেন, এমন মানুষের সংখ্যা হতে পারে অনেক। কিন্তু আপনার সামাজিক ‘নেটওয়ার্ক’ সীমা ১৫০ জন। “ঘনিষ্ঠ” ক্যাটাগরিতে আপনার মাত্র ৫ জন থাকতে পারবে।  অর্থাৎ, ৫ জন ঘনিষ্ঠতম বন্ধু বা পরিবার, ১৫ জন ভাল বন্ধু, ৫০ জন বন্ধু, ১৫০ জন অর্থপূর্ণ পরিচিতি।

advertisement

এই শেষ ১৫০ জনকে আপনি হয়তো “বন্ধু” বলে ডাকেন, কিন্তু তারা আসলে গভীর সম্পর্কের বন্ধু নাও হতে পারেন।

এর বাইরে আপনি রাখতে পারেন, ৫০০ জন পরিচিত (acquaintances)। প্রায় ১,৫০০ জন মানুষ যাদের আপনি চিনতে পারেন, যদিও তারা হয়তো আপনাকে চিনবে না।

আরও পড়ুন- খাবারে বিষ, ভারতে খেলতে আসা অস্ট্রেলিয়া দলের সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড!

মানুষের মানসিক “সোশ্যাল সার্কেল” এক জায়গায় স্থির থাকে না। একজন পরিচিত ব্যক্তি বন্ধুতে রূপান্তরিত হতে পারে, আবার একজন পুরনো বন্ধু কেবল স্মৃতি হয়ে যেতে পারে। সবচেয়ে ঘনিষ্ঠ পাঁচজন তাঁরাই, যাদের সঙ্গে আপনি নিয়মিত কথা বলেন, মন খুলে সব বলেন।

সেরা ভিডিও

আরও দেখুন
মৃ*ত্যুমুখে দাঁড়িয়ে আছেন রোগী! লড়াই হল যমের সঙ্গে...! শেষটা জানলে অবাক হবেন
আরও দেখুন

১৫ জন ভালো বন্ধুর মধ্যে আপনি মাসে অন্তত একবার করে দেখা করেন। ডানবারের মতে, আপনি আপনার মোট সামাজিক মনোযোগের প্রায় ৬০% এই ১৫ জনের জন্য ব্যবহার করেন। ৫০ জনের গোষ্ঠীতে এই ১৫ জনও আছেন — এবং বাকিরা আপনার “উইকেন্ড পার্টির দল” হতে পারে।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Human Brain : আপনার কি অনেক বন্ধু? ভুল! একটা জীবনে মানুষের মস্তিষ্ক ক’টা সম্পর্ক সামলায় জানেন? রিপোর্ট শুনলে হা হয়ে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল