একজন ব্যক্তি তার ব্ল্যাক কালারের জ্যাকেট পরে দাঁড়িয়েছিলেন, এমন সময় ওরাংওটাং তার কাছে এগিয়ে আসে এবং নিজের হাতেই জ্যাকেটের জিপ খুলে লোকটির গা থেকে নিয়ে নেয়। তারপর দেখা যায় খুশিতে সে জ্যাকেটটা তার মাথায় ওপর রেখেছে , হয়তো মাথা দিয়ে পড়তে চেষ্টা করছিল। মুহূর্তের মধ্যেই খুব সহজে ওরাংওটাং সেটা নিজের গায়ে পরে নিল। শেষে দেখা যায় ওরাংওটাং সেই জ্যাকেটের জিপ নিয়ে আপনমনে খেলছে। সেখানে উপস্থিত সবাই এমন মজাদার দৃশ্যটি দেখে হতবাক হয়ে যায়। এই মিষ্টি মুহূর্তটিকে অনেকেই নিজের ক্যামেরায় বন্দী করে রাখে। প্রথমের দিকে লোকটি নিজের জ্যাকেটটা না দিতে চাইলেও ওরাংওটাং কিন্তু ছাড়ার পাত্র ছিল না, সে ওটা জ্যাকেটটা নিয়েই ছাড়লো শেষ অবধি। নেটিজেনসরা ওরাংওটাং এর বুদ্ধি এবং মনের উপস্থিতি দেখে অবাক হয়ে যায়।
একজন ইউসার লিখেছেন "কিভাবে সে জানে কিভাবে পড়তে হয় তা দেখে আমার মুখ হাঁ হয়ে যায় "
অন্য একজন ইউসার কমেন্ট করেন " এটা আমাকে অবাক করে দেয় যে কি করে মানুষ এইসমস্ত পশুদের অবমূল্যায়ন করে ,তারা সর্বোপরি আমাদেরই মতো ,অফকোর্সএরা খুব স্মার্ট "
এমন অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন নেটিজেনসরা এবং মুগ্ধ হয়ে গেছেন ওরাংওটাং এর বুদ্ধি দেখে।