আরও পড়ুনঃ বলুন তো কোন বিষয় নিয়ে পড়ে আফসোসে হাত কামড়াচ্ছে পড়ুয়ারা? নেই চাকরি! কী বলছে সমীক্ষা
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! ইউক্রেনের শিল্পী ওলেগ শাপলিয়াকের তৈরি এই অপটিক্যাল ইলিউশন গোটা বিশ্বের মানুষের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। শিল্পীর আঁকা পেনসিল স্কেচের এই ছবিটিতে দেখা যাচ্ছে এক মহিলাকে। হাওয়ায় উড়ছে তাঁর মেঘের মতো ঘন কেশরাশি। সুন্দর একটি পোশাক পরিহিতা ওই মহিলা হেসে হেসে যেন ফোনে কথা বলছেন! তবে এই স্কেচের মধ্যেই লুকিয়ে রয়েছে একটি-দুটি নয়, বরং চার-চারটি ছবি। আর এখান থেকেই লুকিয়ে থাকা ছবিগুলি খুঁজে বার করতে হবে। যেটা বেশ চ্যালেঞ্জিং!
advertisement
খোদ শিল্পী জানিয়েছেন যে, গোটা বিশ্বের জনসংখ্যার মাত্র ২ শতাংশই ওই চারটে ছবি খুঁজে বার করতে সক্ষম হয়েছেন। ফলে বোঝাই যাচ্ছে যে, এই ধাঁধা বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। সময় নিয়ে খুঁটিয়ে ছবিটি পরীক্ষা করতে হবে, তবে যদি পাওয়া যায়! তবে না পাওয়া গেলেও অসুবিধা নেই, এই চ্যালেঞ্জ সমাধান করে দিয়েছেন এই ইলিউশনের সৃষ্টিকর্তাই।
ওলেগ শাপলিয়াক বলেন যে, মহিলার ডান দিকের গালের কাছটা লক্ষ্য করতে হবে। যেটা অনেকে মোবাইল ফোন ভেবে ভুল করছেন, ভাল করে লক্ষ্য করলে দেখা যাবে যে, সেটি আসলে ছবিতে লুকিয়ে থাকা দ্বিতীয় মহিলা। তৃতীয় মহিলাকে খুঁজে বার করতে গেলে অবশ্য বেশ বেগ পেতে হবে। সাইড প্রোফাইল ভিউতে প্রধান ছবিটি অর্থাৎ প্রথম মহিলার হাতের দিকে মনোনিবেশ করতে হবে। তবে চতুর্থ মহিলাকে খুঁজে বার করা অপেক্ষাকৃত সহজ। কারণ প্রধান ছবিটি অর্থাৎ প্রথম মহিলার পেটের কাছটা লক্ষ্য করলেই দেখা যাবে একজোড়া ঠোঁট।