TRENDING:

Optical Illusion: আলমারির ভিতরে লুকিয়ে রয়েছে বিড়াল! মাত্র ১৫ সেকেন্ডে খুঁজে বের করাই চ্যালেঞ্জ

Last Updated:

এমন একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। এখানে একটি ওয়ারড্রোবের ভিতরে কোথাও লুকিয়ে রয়েছে একটি বিড়াল। তাকে খুঁজে বের করাই চ্যালেঞ্জ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মনের একটা গোপন দিক প্রকাশ করে ফেলতে পারে অপটিক্যাল ইলিউশন, অন্তত তেমনই মনে করে বিজ্ঞান। তা ছাড়া বুদ্ধির ধার খানিকটা শানিয়ে নেওয়ার পক্ষেও এগুলি যথেষ্ট কার্যকর।
আলমারির ভিতরে লুকিয়ে রয়েছে বিড়াল! মাত্র ১৫ সেকেন্ডে খুঁজে বের করাই চ্যালেঞ্জ
আলমারির ভিতরে লুকিয়ে রয়েছে বিড়াল! মাত্র ১৫ সেকেন্ডে খুঁজে বের করাই চ্যালেঞ্জ
advertisement

সমীক্ষা রিপোর্ট বলেছে, অপটিক্যাল ইলিউশন মনোবিশ্লেষণ ক্ষেত্রের একটি অংশ। এতে কোনও ব্যক্তির দৃষ্টিভঙ্গির উপর আলোকপাত করা সম্ভব। একজন মানুষের স্বাভাবিক মস্তিষ্ক যে কোনও বস্তু বা ছবি বা দৃশ্যকে এক এক কোণ থেকে এক এক ভাবে দেখতে পারে, উপলব্ধি করতে পারে। আর তখনই তৈরি হতে পারে দৃষ্টি বিভ্রম।

এমন একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। এখানে একটি ওয়ারড্রোবের ভিতরে কোথাও লুকিয়ে রয়েছে একটি বিড়াল। তাকে খুঁজে বের করাই চ্যালেঞ্জ।

advertisement

আরও পড়ুন-মরুভূমিতে হারিয়েছে বেদুইনের আরবি ঘোড়া, ২১ সেকেন্ডে খুঁজে দিতে পারবেন শুধু ক্ষুরধার বুদ্ধিমানেরাই! রইল চ্যালেঞ্জ

চ্যালেঞ্জে বলা হয়েছে, মাত্র ২ শতাংশ মানুষই এই লুকনো বিড়াল খুঁজে বের করতে পারেন।

ছবি ভাইরাল হওয়ার পরই শিশু থেকে বয়স্ক সকলেই বিড়াল খুঁজতে বেরিয়ে পড়েন। কিন্তু বিষয়টি অত সহজ নয়। আর সহজ নয়, তার কারণ এই বিস্তর ছড়িয়ে ছিটিয়ে থাকা জামা কাপড়ের ভিতর থেকে বিড়ালটি খুঁজে বের করতে হবে মাত্র ১৫ সেকেন্ডে। চ্যালেঞ্জে দাবি করা হয়েছে মাত্র ২ শতাংশ মানুষই এই সাফল্য পেতে পারেন। আর সেই অনুযায়ী এই ২ শতাংশ মানুষের বুদ্ধির ধার যে প্রবল, তা বলতেই হয়।

advertisement

আরও পড়ুন-চলছিল ভগৎ সিংয়ের ফাঁসির দৃশ্যের মহড়া; আচমকা গলায় ফাঁস চেপে বসে মর্মান্তিক পরিণতি স্কুল ছাত্রের!

নিজের আইকিউ একবার পরীক্ষা করেই দেখা যাক—

ভাল করে ছবিটি নিরীক্ষণ করলেই হয় তো খুঁজে পাওয়া যেতে পারে সেই দুষ্টু বিড়ালকে। আর তাতেও যদি না পাওয়া যায়, তা হলে সাহায্য করা যেতেই পারে।

advertisement

ছবিটি ভাল করে লক্ষ্য করলে দেখা যাবে ওয়ারড্রোবের ভিতরে একটি কাপড় ঝুলছে। সেখানে হাতব্যাগ, টুপি, জুতো এবং স্যুটকেস রাখা আছে। এ সবের মাঝখান থেকেই খুঁজে বের করতে হবে বিড়ালটিকে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বিড়ালটি সব থেকে নিচের তাকের ভিতরে লুকিয়ে আছে, যেখানে এক জোড়া হলুদ স্যান্ডেল রাখা রয়েছে। এবার খুঁজে পাওয়া গেল?

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: আলমারির ভিতরে লুকিয়ে রয়েছে বিড়াল! মাত্র ১৫ সেকেন্ডে খুঁজে বের করাই চ্যালেঞ্জ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল