সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বের করব আমরা! আপাতদৃষ্টিতে দেখলে সেভাবে রহস্যজনক কিছু খুঁজে পাওয়াও দায়। মনে হবে হাই রেজোলিউশনে তোলা একটা সাপের ছবি। বাদামি চকচকে তার ত্বকে হলুদ বুটি, কুণ্ডলী পাকিয়ে বসে আছে সে মুখ তুলে, ফণা এখনও তোলেনি যদিও, লেজের খানিকটা বেরিয়ে আছে কুণ্ডলীর বাইরে। আসলে কিন্তু রহস্যটা লুকিয়ে এখানেই- সত্যিই কি এটা সাপের ছবি?
advertisement
আরও পড়ুন– টেবিলে শুয়ে শুয়ে এসব কী! বড়লোকদের আজব খেয়ালখুশির রহস্য ফাঁস করলেন সুপারইয়টের কর্মী
আসলে এই ছবি ব্যক্তিত্বের পরখ বই কিছু নয়। যাঁরা সাপ দেখছেন প্রথম নজরেই এবং তার পরেও সাপ ছাড়া আর কিছুই দেখছেন না, বলা হচ্ছে যে তাঁদের চরত্রে নেতৃত্বদানের ক্ষমতা অতীব প্রখর, এই ধরনের মানুষেরা সাধারণত জীবনে সফল হয়ে থাকেন। পরিস্থিতি যা-ই হোক, এঁরা লড়াই করতে ছাড়েন না। আত্মসম্মান বজায় রেখে চলেন, অন্যদেরও প্রাপ্য সম্মান দিতে ভোলেন না।
আরও পড়ুন– উৎকৃষ্ট মানের সৌদি আরবের ‘আজওয়া’ খেজুর এখন চাষ হচ্ছে উত্তর দিনাজপুরে
কথা হল, অনেকে আবার সাপ না দেখে ছবিতে একটা হাতও দেখতে পারেন। সেক্ষেত্রে বলতে হয় যে এই ধরনের মানুষেরা খুবই জটিল বুদ্ধিবৃত্তির, তাঁরা খুব গভীরভাবে সব কিছু পর্যবেক্ষণ করেন এবং একমাত্র তার পরেই সিদ্ধান্তে উপনীত হন। যে কোনও পরিস্থিতির চুলচেরা বিচার করতে এঁরা সক্ষম, সেই কারণেই তার ভাল-মন্দ দুই সম্পর্কেই সজাগ থেকে পরিস্থিতি নিজের কাজে লাগাতে পারেন এঁরা।