এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও! সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! তার জন্য প্রথমে ছবিটিতে কী দেখা যাচ্ছে, সেটা আমরা জেনে নেব। ছবিটিতে দেখা যাচ্ছে জলাশয়ের ধারে একটি ব্যাঙ বসে রয়েছে। আর ছবিটি দেখে মনে হচ্ছে যে, পেনসিল দিয়ে আঁকা হয়েছে সেটি। কিন্তু এই ছবিটির মধ্যেই লুকিয়ে রয়েছে একটি ঘোড়া। আর সেই ঘোড়াটাকেই মাত্র ৩ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করতে হবে।
advertisement
আপাতদৃষ্টিতে চ্যালেঞ্জটা সহজ মনে হবে হয়তো। কিন্তু অতটাও সহজ নয়। কারণ জানা গিয়েছে যে, এই চ্যালেঞ্জ সমাধান করতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটে গিয়েছে মানুষের। ৯৯ শতাংশ মানুষই ব্যর্থ হয়েছেন। মাত্র ১ শতাংশ মানুষ নির্দিষ্ট সময়ের মধ্যে খুঁজে পেয়েছেন ঘোড়াটিকে। তাহলে এই চ্যালেঞ্জ কি এক বার নেওয়া যেতে পারে? এতেই প্রমাণিত হয়ে যাবে দৃষ্টিশক্তি এবং ক্ষুরধার মস্তিষ্কের জোর!
টাইমার সেট করে খোঁজা যাক লুকিয়ে থাকা ঘোড়াটিকে। পাওয়া গেল কি? আর যদি না-ও পাওয়া যায়, তাতেও সমস্যা নেই। আমরাই বলে দেব কোথায় আছে ঘোড়াটি। ফোনে যদি ছবিটি দেখে থাকেন, তাহলে ফোনটি কিংবা ছবিটি অ্যান্টি-ক্লকওয়াইজ ৯০ ডিগ্রি ঘুরিয়ে দিতে হবে। এতেই হবে ম্যাজিক! দেখা যাবে ব্যাঙটাই যেন একটা ঘোড়ার রূপ নিয়েছে!