বলে রাখা ভাল যে, দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
advertisement
যাইহোক, আজ আমরা একটা পাজল এনেছি, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যাঁদের তীক্ষ্ণ নজর এবং লক্ষ্য করার ক্ষমতা প্রবল, তাঁরাই এই পাজল দ্রুত সমাধান করতে পারবেন। তাহলে আসা যাক আসল প্রসঙ্গে। একটি ছবিকে কেন্দ্র করেই রয়েছে এই পাজল বা ধাঁধা। আসলে একই ধরনের বেশ কয়েকজন মহিলাকে দেখা যাচ্ছে এই পাজলটিতে। অথচ তাঁদের মধ্যে একজন কিন্তু আলাদা। আর মাত্র ৭ সেকেন্ডের মধ্যে সেই ভিন্ন মহিলাকে খুঁজে বার করাই আজকের চ্যালেঞ্জ।
ভাল করে ছবিটার দিকে খেয়াল করতে হবে। ছবিতে ৬ জন একই রকম দেখতে মহিলাকে দেখা যাচ্ছে। আর প্রতিটি মেয়ের অবয়ব খুঁটিয়ে পরীক্ষা করতে হবে। তাহলেই এঁদের মধ্যে থেকে যিনি আলাদা, তাঁকে খুঁজে পাওয়া সম্ভব হবে। যদিও বিষয়টি অতটাও সহজ হবে না। সাত সেকেন্ড পরেও যদি ভিন্ন মানুষটিকে খুঁজে না পাওয়া যায়, তাহলেও চিন্তা নেই। কারণ আমরা একটা ছোট্ট হিন্ট দিচ্ছি। আসলে অন্যদের মতোই সাজার চেষ্টা করেছেন সেই মেয়েটি। কিন্তু ছোট্ট একটা বিষয় তিনি মিস করে গিয়েছেন। তাতেও যদি না পাওয়া যায়, তাহলে আমরা সঠিক উত্তরটা বলে দিচ্ছি। দ্বিতীয় সারির ঠিক মাঝের মহিলাটিকে লক্ষ্য করতে হবে। আসলে ওই মহিলার পনিটেলটার আকার অন্যদের থেকে আলাদা।