সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! রহস্যময় ছবিটিতে দেখা যাচ্ছে দু’টি চাঁদ, দু’টি মুখ এবং একটি প্রজাপতি। এবার সকলেই যে প্রথমেই এক জিনিস দেখবেন, তেমনটা নয়। কেউ কেউ প্রথমেই চাঁদ দেখছেন, তো কেউ কেউ আবার প্রথমেই মুখ দেখছেন, কেউ বা আবার প্রথমেই প্রজাপতি দেখছেন। এর থেকে বোঝা যাবে, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য। আসলে মানুষটি অন্তর্মুখী না কি বহির্মুখী স্বভাবের, সেটা বোঝা যাবে।
advertisement
দু’টি চাঁদ:
যাঁরা প্রথমেই দু’টি চাঁদ দেখবেন, তাঁরা আসলে অন্তর্মুখী স্বভাবের হয়ে থাকেন। অন্যান্যদের তুলনায় এঁরা সাধারণত পরিস্থিতি খতিয়ে দেখতে পছন্দ করেন। ধৈর্য এবং জেদের পরীক্ষা দিয়ে থাকেন কখনও কখনও।
দু’টি মুখ:
যাঁরা প্রথমেই দু’টি মানুষের মুখ দেখছেন, তাঁরা আসলে বহির্মুখী স্বভাবের হন। এঁরা বেশ মিশুকে স্বভাবের হয়ে থাকেন এবং সকলের সঙ্গে সহজেই মিশে যেতে পারেন। সফল হওয়ার খিদেটাও এঁদের মধ্যে থাকে। অন্যদের সঙ্গে সময় কাটানোটা উপভোগ করেন এঁরা।
প্রজাপতি:
যাঁরা প্রথমেই একটি প্রজাপতি দেখবেন, তাঁরা সাধারণ ভাবে অন্তর্মুখিতা এবং বহির্মুখিতার মাঝামাঝি জায়গায় অবস্থান করেন। এঁরা কোনও বিষয়ের উজ্জ্বল দিকটি নিরীক্ষণ করেন, আবার চাপের পরিস্থিতিকে এঁরা বিশেষ পছন্দ করেন না। ফলে চাপে পড়ে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে নিজের সিদ্ধান্ত নিজেই নিয়ে থাকে এই মানুষগুলি।