আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
সম্প্রতি যে অপটিক্যাল ইলিউশন নেটদুনিয়ার বাসিন্দাদের মাতিয়ে রেখেছে, তাও নিজের বোধের তীক্ষ্ণতা পরখ করে নেওয়ার। সত্যি বলতে কী, ছবিতে ব্যাকগ্রাউন্ডে নীল রঙে এত সাদা শব্দ মিলেমিশে রয়েছে যে তার জাল ভেদ করা কিছুটা হলেও কঠিন হয়ে উঠতে পারে। কেন না যে দুই ইংরেজি শব্দ নিয়ে তৈরি হয়েছে এই অপটিক্যাল ইলিউশন, তাদের মধ্যে অক্ষরগত তফাত খুব সামান্যই।
advertisement
ছবিতে চোখ রাখলে আমরা দেখতে পাব যে কেবলই সারি বেঁধে ছড়িয়ে রয়েছে ইংরেজি শব্দ SPEAK। এবার এই সব কিছুর ভিতর থেকে খুঁজে পেতে হবে আরেক ইংরেজি শব্দ, সেটা হল STEAK। কাজ সহজ নয়, এ যেন একেবারেই খড়ের গাদায় সূচ খোঁজার চ্যালেঞ্জ। কেন না, দুই শব্দের মধ্যে তফাত বলতে কেবল P আর T।
তা, সহজই যদি হবে, তাহলে আর এই অপটিক্যাল ইলিউশন নিয়ে মাতামাতি হবে কেন! ছবি দেখে বিরক্ত লাগলে চলবে না, এগোতে হবে ধৈর্য ধরে। না পাওয়া গেলেও অসুবিধা নেই, আমরাই জানিয়ে দিচ্ছি কোথায় আছে SPEAK-এর ভিড়ে STEAK। চোখ রাখতে হবে বাম দিক থেকে চতুর্থ সারির নিচের দিকে, ওই সারির উপর থেকে নিচের দিকে ঠিক ১০ নম্বর শব্দটাই হল STEAK, খোঁজও কি এই জায়গা ধরেই চলছিল?