সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! ছবিটিতে দেখা যাচ্ছে রাশি রাশি নানা মাপের কমলালেবু। আর সেই রাশি রাশি কমলালেবুর ভিড়ে রয়েছে কিছু পাতাও। তবে এই কমলালেবুর মধ্যেই কোথাও লুকিয়ে রয়েছে একটি ফুল। সেটাকেই খুঁজে বার করতে হবে। আর এটাই আজকের চ্যালেঞ্জ।
advertisement
তাহলে চ্যালেঞ্জ নিয়ে ফুলটা খুঁজতে শুরু করা যাক। প্রথমে সহজ বলে মনে হলেও চ্যালেঞ্জের সমাধান করাটা অত সহজ হবে না। কারণ কমলা আর সবুজ রঙের ভিড়ে ফুলের সন্ধান পাওয়া মুশকিল হবে। এই অপটিক্যাল ইলিউশনটিতে বলা হয়েছে যে, শার্লক হোমসের মতো আইকিউ না হলে ফুলটিকে খুঁজে পাওয়া যাবে না। ফলে খুব কম সংখ্যক মানুষই সেটাকে খুঁজে বার করতে পেরেছে। তবে একটা হিন্ট দিতে পারি। ছবিটিতে থাকা কমলালেবুগুলিকে খুঁটিয়ে লক্ষ্য করলেই হদিশ পাওয়া যাবে ভিড়ে মিশে থাকা ফুলটির।
যাইহোক, কথায় কথায় অনেকটা সময় তো পেরিয়ে গেল। এতক্ষণে নিশ্চয়ই পাওয়া গিয়েছে ফুলটিকে? আর না পাওয়া গেলেও অসুবিধা নেই। আমরা তো আছিই!
ছবিটির একেবারে বাম দিক বরাবর উপরের দিকটা লক্ষ্য করতে হবে। দেখা যাবে, পাতার ফাঁক থেকেই উঁকি মারছে একটি অদ্ভুত দর্শন কমলালেবু। যেন মনে হচ্ছে, একটি পচা কমলালেবু। না না, একেবারেই না! ওটা আসলে একটি কমলা রঙা গোলাপ ফুলের কুঁড়ি! ভাল করে লক্ষ্য করলে কমলালেবুর ভিড়ে লুকিয়ে থাকা গোলাপ ফুলটা স্পষ্ট হয়ে উঠবে!