সম্প্রতি এমনই এক ধাঁধাঁ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বের করব আমরা! আপাতত যে ছবিটা চোখের সামনে দেখা যাচ্ছে, তা এক বৃদ্ধের। টুপি পরে সে একদৃষ্টে তাকিয়ে আছে আমাদের দিকে সাদা-কালো এক স্কেচ থেকে। এই পর্যন্ত সব কিছু ঠিকই আছে। সমস্যা হবে তখনই যদি এই বুড়োর স্কেচ থেকে একটা কুকুরকে খুঁজে বের করতে বলা হয়, তাও আবার স্রেফ ৫ সেকেন্ডে।
advertisement
যাঁরা কুকুর ভালবাসেন, তাঁরা ছবিটা দেখামাত্র নড়েচড়ে উঠবেন, খুঁজতে আরম্ভ করবেন প্রায় চোখ বিঁধিয়ে। কিন্তু বিড়ম্বনায় পড়তেও সময় লাগবে না। বৃদ্ধের মুখ ছাড়া আর কিছুই তো নেই ছবিতে, তাহলে কুকুর আসবে কোথা থেকে?
আদতে কিন্তু সে আছে, না হলে আর অপটিক্যাল ইলিউশন বলা কেন! আসলে এই ছবি থেকে কুকুর খুঁজতে গেলে যুক্তি খাটালে চলবে না, বুদ্ধিও কাজে আসবে না তেমন। শুধু ষষ্ঠেন্দ্রিয় জানান দেবে যে স্বাভাবিক ভাবে ছবিটা দেখলে চলবে না। অর্থাৎ তাকে উল্টে দিলেই হল।
এবার কি হাড় নিয়ে নিবিষ্ট মনে এক চাতালে চারপেয়েকে বসে থাকতে দেখা যাচ্ছে? বেশ মিষ্টি তার হাবভাব, তাই না?