তীক্ষ্ণ চোখ থাকা সত্ত্বেও অনেক সময় ফাঁকি দিয়ে যায় ছোট্ট প্রজাপতি। কিন্তু এই ধরনের কাজগুলো সম্পন্ন করার জন্য যে ভাবে মস্তিষ্ক ব্যবহার করা হয় তা মনকে তীক্ষ্ণ করতে এবং পর্যবেক্ষণের দক্ষতা বৃদ্ধি করতে সহায়ক হতে পারে।
এমনই একটি ছবি দেখা যাচ্ছে এখানে। এটি একটি অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি বিভ্রম সৃষ্টিকারী ছবি, যেখানে অনেক ফুলের মধ্যে একটি প্রজাপতি লুকিয়ে আছে বলে দাবি করা হয়েছে। আর এই ছোট্ট প্রজাপতিটিকে খুঁজে বের করতে হবে মাত্র ২০ সেকেন্ড সময়ের মধ্যে, এটাই চ্যালেঞ্জ।
advertisement
আরও পড়ুন- গাছ না গিরগিটি! সবুজের আড়ালে ১০ সেকেন্ডে গিরগিটি খুঁজতে গেলে লাগবে শ্যেনদৃষ্টি
আসলে অজস্র ফুলের মধ্যে প্রজাপতিকেও ফুলের মতোই দেখতে লাগছে। এমন পরিস্থিতিতে, তীক্ষ্ণ মস্তিষ্কই দক্ষতাই তাকে খুঁজে পেতে সাহায্য করতে পারে।
ফুলের ছবিতে প্রজাপতি খোঁজার চ্যালেঞ্জ—
যাঁরা ক্ষুরধার বুদ্ধি আর সুতীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতার জন্য গর্ব করেন, তাঁরা এই চ্যালেঞ্জটি নিয়ে দেখতে পারেন। ছবিটিতে সুন্দর ফুল-সজ্জিত চ্যালেঞ্জ রাখা হয়েছে।
এই ছবিতে দেখা যাচ্ছে অজস্র হলুদ সূর্যমুখী ফুল। তবে শুধু এটুকুই নয়, এই ফুলের চাদরে কোথাও কোথাও বসে আছে পশু-পাখির দলও। কিন্তু চ্যালেঞ্জ হল সেই ছোট্ট প্রাণীটিকে খুঁজে বের করা। যাকে দেখতে অনেকটাই ফুলের মতো।
চ্যালেঞ্জ অনুসারে একটি প্রজাপতি খুঁজে বের করতে হবে ফুলের রাশির মধ্যে থেকে। প্রজাপতিটি বসে রয়েছে আবার ফুলের উপরেই। কিন্তু ঠিক কোথায় বসে রয়েছে প্রজাপতিটি তা খুঁজে বের করাই চ্যালেঞ্জ। কাজটি আরও কঠিন করে দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে মাত্র ২০ সেকেন্ড। নির্ধারিত সময়ে যদি কোনও ব্যক্তি ফুলের উপর বসে থাকা প্রজাপতিটিকে খুঁজে পান, তা হলে প্রমাণিত হবে যে তাঁর পর্যবেক্ষণ দক্ষতা সত্যিই বিস্ময়কর।
ফুলের মতো চেহারা—
আর এই কারণে প্রজাপতিকে খুঁজে বের করা সত্যিই কঠিন। প্রজাপতিটিকে এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে এটি ফুলের পাতার সঙ্গে মিলে যায়। এটি দেখতে অনেকটাই ফুলের মতো। পার্থক্য শুধু এর ডানার ভিন্ন আকৃতিতে। আর এই ডানার আকৃতিই প্রজাপতিটিকে চিনিয়ে দিতে পারে।
এখনও যদি কোনও ব্যক্তি প্রজাপতিটিকে খুঁজে না পেয়ে থাকেন, তা হলে খুব সতর্ক ভাবে ছবিটির উপরের অংশে বাম দিকে দেখতে হবে। এখানে একটি ফুলের উপর ভিন্ন আকৃতির হলুদ রঙের প্রজাপতির দেখা মিলবে।