আরও পড়ুনঃ বলুন তো কেন ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়? ৯৯% মানুষেই দিতে পারেন না ‘ঠিক’ উত্তর!
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! ছবিটির মধ্যে কেউ কেউ প্রথমে দেখছেন নৃত্যরত এক মহিলার সিল্যুয়েট। যেন আনন্দে লাফিয়ে উঠছেন তিনি। আবার কেউ কেউ প্রথম দর্শনে এক ব্যক্তির মুখ দেখছেন। কিন্তু মজার বিষয় হল, কে কোন দৃশ্য প্রথমেই দেখতে পাচ্ছেন, তার থেকেই বোঝা যাবে তাঁর দৃষ্টিভঙ্গির বিষয়ে। অর্থাৎ তিনি কি ইতিবাচক না কি নেতিবাচক দৃষ্টিভঙ্গির অধিকারী, সেই উত্তরই দিয়ে দেবে এই ছবি।
advertisement
নৃত্যরত মহিলার সিল্যুয়েট:
যাঁরা প্রথম দর্শনে এই দৃশ্যটি দেখছেন, তাঁদের চারপাশে সব সময় ইতিবাচক এনার্জি ঘোরাফেরা করে। আশপাশে থাকা মানুষদের মধ্যেও ইতিবাচকতা ছড়িয়ে দিতে পছন্দ করেন এঁরা। আবার জীবনে নেতিবাচক এনার্জি এলেও তাঁরা সংবেদনশীল হয়ে পড়েন। তবে মনের দিক থেকে সব সময় ভাল হওয়ায় এঁরা ফের এনার্জি খুঁজে পান।
পুরুষের মুখ:
যাঁরা প্রথম দর্শনেই এই দৃশ্য দেখছেন, তাঁরা মূলত হতাশার মধ্যে বাঁচতে পছন্দ করেন। তবে এর অর্থ এই নয় যে, এই মানুষগুলি পুরো নেতিবাচক এনার্জিতে ভরপুর। আসলে সব কিছু ঠিক থাকুক এবং সুরক্ষিত থাকুক, এটাই সব সময় প্রার্থনা করেন তাঁরা। এমনকী এই মানুষগুলি অন্যদের বিশ্বাস করতে পারেন না সহজে। যাঁরা তাঁদের জীবনে আসেন, তাঁদের যাচাই করে নিতে ভালবাসেন তাঁরা।