সম্প্রতি এমনই এক ধাঁধাঁ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বের করব আমরা! আপাতত যে ছবিটা চোখের সামনে দেখা যাচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন হাঙ্গেরির গ্রাফিক আর্টিস্ট গার্গলি ডুডাস। ছবিতে দেখা যাচ্ছে একটা কারখানা, তার চারপাশে মাঠ জুড়ে ছড়িয়ে রয়েছে অজস্র খরগোশ। তাদের কেউ বা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে ঘুম দিচ্ছে কাজে ফাঁকি দিয়ে, কেউ বা আবার কাজে ব্যস্ত। কাজ করতে গিয়ে গোলযোগও ঘটছে বিস্তর, একজন তো আবার পড়েই গিয়েছে রঙের কৌটোয়। তা, কাজটা ঠিক চলছে কী?
advertisement
ডিম রঙ করা। এই ছবির মূলে আছে ইস্টার নিয়ে লোককথা, যেখানে ইস্টার বানি বা খরগোশরা ডিম রাঙিয়ে উপহার দেয় শিশুদের, সেই ডিমের খোসা ভাঙলেই ভিতর থেকে বেরিয়ে আসে চকোলেট বা উপহার। ছবির ইস্টার বানিরা আপাতত সেই ডিম রঙ করার কাজই করে চলেছে। মাঠে ছড়িয়ে থাকা ডিমে চোখ রাখলে দেখাও যাবে কেমন সুন্দর নকশা তারা বুনেছে সাদা খোলে। এবার আমাদের কাজ হল এখান থেকে একটা পুরো সাদা ডিম খুঁজে বের করা, যা এখনও রঙ করা হয়নি। এটা খুঁজে বের করতে হবে ১০ সেকেন্ডে।
কঠিন কাজ, তাই না? বুদ্ধি খাটানো যাক। ওই খরগোশটাকে চোখে পড়েছে, যে পড়ে গিয়েছিল রঙের কৌটোয়? ওটাই আসল ব্যাপার, ওর তো ডিম রঙ করাই হয়নি। অতএব, ওর কাছাকাছিই রয়েছে সাদা ডিমটা, খুঁজে পাওয়া গেল তাকে?