নিয়ম অনুযায়ী কৃষ্ণ চতুর্থীর সন্ধ্যায় চাঁদের দেখা পেলে স্বামীর হাত থেকে জল খেয়ে উপবাস ভঙ্গ করেন মহিলারা। এই করবা চৌথের দিনই অপ্রচলিতভাবে এই ব্রত পালন করে ভাইরাল হলেন এক বৃদ্ধ। সমাজ মাধ্যমে দেখা গিয়েছে, একটি ভাইরাল ভিডিওতে বিখ্যাত পর্ন তারকা মিয়া খালিফার জন্য করবা চৌথ পালন করছেন এক বৃদ্ধ। যদিও ভিডিওটি সত্যতা যাকেই করেনি নিউজ১৮ বাংলা।
advertisement
আরও পড়ুন: দানা আসার আগেই বিপদ! কিছুক্ষণের মধ্যেই রাজ্যের পাশের দুই জেলায় আসছে প্রবল বৃষ্টি
কিন্তু বৃদ্ধের নিষ্ঠাভরে এমন ব্রত পালনের বিষয়টি ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে। ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে, একটি বৃদ্ধ চালুনি নিয়ে চাঁদ দেখছেন, চালুনির সামনে মঙ্গলদীপ রাখা। চাঁদ দেখার পর ওই চালুনি দিয়ে মিয়া খলিফার মুখও দেখেন সেই বৃদ্ধ। তাঁর একটি হাতে ছিল জলের ঘটি, যে ঘটির জল খেয়ে উপবাস ভঙ্গ করবেন তিনি।
আরও পড়ুন: কলকাতায় কত থাকবে ঝড়ের গতি? দানার কেমন প্রভাব পড়বে পাশের জেলাগুলিতে? বিরাট আপডেট
ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিওটি ইতিমধ্যেই বহু মানুষ দেখে ফেলেছেন। ভিডিওটির নিচে প্রচুর মানুষ বিভিন্ন কমেন্টও করেছেন। তবে অনেক কমেন্টে আক্রমণ করা হয়েছে বৃদ্ধের রুচিবোধ নিয়ে। কিন্তু তবুও এরকম বিশিষ্ট পর্ন পর্ন তারকার জন্য বৃদ্ধির উপবাসের বিষয়টি কিছুটা হলেও মজার।