TRENDING:

Odisha Black Magic: কালো জাদুর সন্দেহে যুবককে চরম শাস্তি! গো*পনা*ঙ্গ কেটে দেহ ফেলা হল বাঁধে! ঘটনায় তীব্র চাঞ্চল্য

Last Updated:

Odisha Black Magic: ওড়িশার মালসাপদার গ্রামে কালো জাদুর সন্দেহে ৩৫ বছরের এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার গোপনাঙ্গ বিকৃত করে দেহ ফেলে দেওয়া হয় বাঁধে। পুলিশ ইতিমধ্যে ১৪ জনকে আটক করে তদন্ত শুরু করেছে...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালসাপদার: ওড়িশার মালসাপদর গ্রামের ওপর এক ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে এসেছিল। এক মধ্যবয়সী মহিলার রহস্যজনক মৃত্যুর পর থেকেই গত দুই সপ্তাহ ধরে বাতাসে সন্দেহ দানা বাঁধছিল। গ্রামবাসীদের ভয়ের কারণ ছিল কুসংস্কার, এবং তাদের সন্দেহের শিকার হয়েছিলেন এক ৩৫ বছর বয়সী যুবক, যার বিরুদ্ধে তারা কালো জাদু করার অভিযোগ এনেছিল।
কালো জাদুর সন্দেহে যুবককে চরম শাস্তি! গো*পনা*ঙ্গ কেটে দেহ ফেলা হল বাঁধে! ঘটনায় তীব্র চাঞ্চল্য
কালো জাদুর সন্দেহে যুবককে চরম শাস্তি! গো*পনা*ঙ্গ কেটে দেহ ফেলা হল বাঁধে! ঘটনায় তীব্র চাঞ্চল্য
advertisement

তাদের বিশ্বাস ছিল, সেই যুবকের “অভিশাপ”-এর কারণেই মহিলার মৃত্যু হয়েছে। নিজের প্রাণ বাঁচাতে, সেই যুবক তড়িঘড়ি তার প্রিয় গবাদি পশুদের ফেলে পরিবার নিয়ে গঞ্জাম জেলায় শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েছিল। বলা ভাল, প্রাণ বাঁচাতে পালায় সে।

আরও পড়ুন: লটারি জিততে চান! জানুন কোটি কোটি টাকা জয়ের সিক্রেট এই ফর্মুলা! কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না গ্যারান্টি…

advertisement

কিন্তু গবাদি পশুর প্রতি ভালবাসাই তাকে ফিরিয়ে আনে গ্রামে। শনিবার সন্ধ্যার আবছা আলোয় সে আবার গ্রামে ফিরে আসে, পশুদের নিয়ে চুপচাপ চলে যাওয়ার আশায়। তবে তার ধারণা ভুল ছিল। একদল গ্রামবাসী, যাদের চোখে প্রতিশোধের আগুন জ্বলছিল, তার জন্য ওত পেতে ছিল। তারা তাকে পরিচিত পরিবেশ থেকে টেনে হিঁচড়ে অন্ধকার গলিতে নিয়ে যায়।

advertisement

এরপর যা ঘটেছিল তা ছিল নৃশংস এবং ভুল বিচার। গভীর রাতে, তাদের ভিত্তিহীন ভয়ে উসকে দেওয়া ঘৃণা দিয়ে তারা সেই যুবককে নির্মমভাবে নির্যাতন করে। বর্বরতার চূড়ান্ত রূপ দেখা যায় তখন, যখন তারা তার শরীরকে বিকৃত করে দেয়, যা ছিল তাদের হিংস্র রাগের প্রতিফলন। নিজেদের অপরাধ ঢাকতে, তারা তার মৃতদেহ ভারী জিনিস দিয়ে বেঁধে হরভাঙ্গি বাঁধের ঠান্ডা, নিস্তব্ধ জলে ফেলে দেয়।

advertisement

আরও পড়ুন: ভারতীয় রেলে কি আদৌ সিল করা মদের বোতল নিয়ে যাত্রা করা যায়? জানুন ভারতীয় রেলের নিয়ম…

শুধু হত্যা করাই নয়, গ্রামের লোকেরা তার গোপন অঙ্গও বিকৃত করে দেয়। এই ভয়ঙ্কর ঘটনাটি শনিবার রাতে ব্রহ্মপুর জেলার মোহনা থানার অন্তর্গত মালসাপদার গ্রামে ঘটেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সারা রাত জলের মধ্যে তাদের গোপনীয়তা লুকিয়ে ছিল, কিন্তু ভোরের আলোয় সেই ভয়ানক সত্য প্রকাশ পায়। নিখোঁজ হওয়া মানুষটির খবর পেয়ে পুলিশ তার দেহ উদ্ধার করে। দেহের ভয়াবহ অবস্থা দেখে উদ্ধারকারী অফিসারদেরও গা শিউরে ওঠে। পরবর্তী তদন্তে তারা গ্রামের দিকে এগোয়, যেখানে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ জনকে আটক করা হয়।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Odisha Black Magic: কালো জাদুর সন্দেহে যুবককে চরম শাস্তি! গো*পনা*ঙ্গ কেটে দেহ ফেলা হল বাঁধে! ঘটনায় তীব্র চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল