ডিসিপ্লিন মেনে চলা
এঁরা খুবই সুশৃঙ্খল ও সংযত স্বভাবের মানুষ। এঁরা সর্বদা নিয়ন্ত্রিত উপায়ে প্রতিটি কাজ সম্পন্ন করতে পছন্দ করেন। সময়সূচী খুব গুরুত্ব সহকারে অনুসরণ করা এঁদের স্বভাব এবং দৈনন্দিন রুটিন পরিবর্তন করা পছন্দ করেন না। এঁরা সাধারণত সত্যি কথা বলতে ভালোবাসেন। এঁরা খুবই নির্ভরযোগ্য মানুষ বলে বিবেচিত হন।
advertisement
আরও পড়ুন- Name Starts with D: সবার সঙ্গে পেরে ওঠেন না? ইংরেজির এই অক্ষর দিয়ে নাম শুরু নয় তো?
ধৈর্য এবং সহনশীলতা
ধৈর্য এবং সহনশীলতা হল এঁদের চরিত্রের অন্যতম গুন। ‘T’ দিয়ে শুরু হওয়া নামের মানুষদের মধ্যে এই দুটি চারিত্রিক গুণের কোনও কমতি নেই। এঁরা যা কিছু করেন, তা অত্যন্ত ধৈর্য ধরেই করতে ভালোবাসেন। এঁরা কঠোর পরিশ্রমে বিশ্বাসী এবং কঠোর পরিশ্রমের ফলাফলের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতেও জানেন। এঁরা বন্ধুদের কাছে, পরিবারে এবং কর্মক্ষেত্রে খুব শান্ত এবং ধৈর্যশীল মানুষ বলে প্রশংসিত হন।
কল্পনাপ্রসূ এবং অত্যন্ত সৃজনশীল স্বভাবের মানুষ
‘T’ দিয়ে শুরু হওয়া নামের মানুষরা খুব কল্পনাপ্রবণ এবং সৃজনশীল হন। এঁরা তাঁদের বেশিরভাগ সময় দিবাস্বপ্ন দেখে কাটান এবং তাঁরা তাঁদের স্বপ্নকে বাস্তবে পরিণত করার ক্ষমতাও রাখেন। এঁরা নিজেদের জীবন নিয়ন্ত্রণ করতে ও স্বাধীনভাবে নিজস্ব পথ তৈরি করতে পছন্দ করেন।
আরও পড়ুন- ব্যয় বৃদ্ধি, স্বাস্থ্যের সমস্যা? না কি নিছক সৌভাগ্যলাভ? কেমন যাবে অগাস্ট মাস দেখে নিন
শান্তিপ্রিয় মানুষ
এঁদের জীবনে শান্তির এক আলাদা গুরুত্ব রয়েছে। এঁরা প্রকৃত অর্থেই শান্তিপ্রেমী মানুষ। এঁরা তর্ক করার চেয়ে মনে মনে ক্ষোভ পুষে রাখাকেই শ্রেয় মনে করেন। এঁরা আক্রমণাত্মক না হয়ে শান্তিপূর্ণ আলোচনা করতে বেশি ভালোবাসেন।
আবেগপ্রবণ মানুষ
‘T’ দিয়ে শুরু হওয়া নামের মানুষরা আবেগপ্রবণ হন। এঁরা খুব সংবেদনশীল এবং সহজেই অন্যদের মতামত দ্বারা প্রভাবিত হতে পারেন। সঠিক বিচার করার ক্ষমতা এঁদের তেমন থাকে না। অনেকেই এঁদের ভালোমানুষির সুযোগ নেওয়ার চেষ্টা করেন। খুব অল্প কথাতেই এঁরা আহত হন। তবে একজন ভালো প্রেমিক এবং বন্ধু হিসেবে এঁদের জুড়ি মেলা ভার।