দ্রুতগামী ট্রাকের ধাক্কায় গিয়ারসি অমিত যাদব নামে ওই মহিলা ঘটনাস্থলেই মারা যান। বার বার সাহায্যের জন্য আবেদন উপেক্ষিত হওয়ায় স্বামী অমিত যাদব কার্যতই অসহায় হয়ে পড়েন।মৃতদেহ পরিবহণের জন্য কোনও সাহায্য না পেয়ে হতাশ অমিত অগত্যা তাঁর স্ত্রীর দেহ নিজের দুই চাকার গাড়িতেই বেঁধে মধ্যপ্রদেশে তাঁদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই দম্পতি মধ্যপ্রদেশের সিওনি জেলার বাসিন্দা হলেও গত ১০ বছর ধরে নাগপুরের কোরাডির কাছে লোনারায় বসবাস করতেন। করণপুর যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে।
advertisement
প্রথমে কেউ সাহায্যের জন্য এগিয়ে না এলেও পরে বেশ কয়েকজন অমিতকে মোটরসাইকেলে করে লাশ বহন করতে দেখে থামানোর চেষ্টা করেন। ঝামেলার ভয়ে অমিত থামতে রাজি হননি বলে জানা গিয়েছে। ভাইরাল ভিডিওটি তুলেছে হাইওয়ে পুলিশ। পরে পুলিশ মহিলার দেহটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য নাগপুরের মায়ো হাসপাতালে পাঠায়। ঘটনাটি ক্ষোভের জন্ম দিয়েছে।