TRENDING:

Mother- Son viral dance video: ভোজপুরি গানে ‘অশালীন’ নাচ মা-ছেলের! ঘনিষ্ঠ নাচে বিতর্কের ঝড় নেটমাধ্যমে, দেখুন ভিডিও

Last Updated:

Viral Video: ভোজপুরি গানে চটুল নাচ। সঙ্গে সঙ্গে ভাইরাল ভিডিও। কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার পরেই উঠেছে সমালোচনার ঝড়। কারণ অনেকেই দাবি তুলেছেন মা এবং ছেলের এই ধরনের ভিডিও যথেষ্ট ‘অশালীন’!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভোজপুরি গানে চটুল নাচ। সঙ্গে সঙ্গে ভাইরাল ভিডিও। কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার পরেই উঠেছে সমালোচনার ঝড়। কারণ অনেকেই দাবি তুলেছেন মা এবং ছেলের এই ধরনের ভিডিও যথেষ্ট ‘অশালীন’!
ভিডিও দেখলে চমকে উঠবেন।
ভিডিও দেখলে চমকে উঠবেন।
advertisement

ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভোজপুরি গানে তুমুল নাচছেন দুজন। দেখে বোঝা দায় যে তাঁরা মা এবং ছেলে। যদিও নীচে একাধিক জায়গায় দাবি করা হয়েছে তাঁরা মা এবং ছেলে, ভিতরেও একাধিক ভিডিওতে দেখা গিয়েছে দুজনে মা-ছেলেই।

আরও পড়ুন: ফের রেল দুর্ঘটনা! লাইন থেকে ছিটকে গিয়ে ভেঙে চুরমার ১৭টি কামরা, বাতিল বহু ট্রেন, যাত্রীদের প্রবল ভোগান্তি

advertisement

দুজনেই ঘনিষ্ঠ হয়ে যেভাবে নেচে ভিডিও দিয়েছে সমাজমাধ্যমে তা কিছু সমাজমাধ্যম ব্যবহারকারীদের দাবি, শালীন নয়, সেই সঙ্গে মা-ছেলের এমন ভিডিও দেওয়াও ঠিক নয়। দুজনের এমন ভিডিও নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। অনেকে আবার তুমুল কটাক্ষ করে রুচি নিয়েও প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুন: কত গতিতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়! এখন কোথায় রয়েছে ফেনজল? ল্যান্ডফলই বা কোথায় করবে?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জলপাইগুড়ির ধুপগুড়িতে এবার আইআইটি বাবা, মোনালিসা! কালীপুজোয় বিরাট আয়োজন
আরও দেখুন

ভিডিওটি পাঠক ‘আরোহি অফিশিয়াল’ নামের একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পোস্টড করা হয়েছে। ইতিমধ্যেই ভিডিওটি প্রায় ৪ লাখ ৭৫ হাজার মানুষ পছন্দ করেছেন।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Mother- Son viral dance video: ভোজপুরি গানে ‘অশালীন’ নাচ মা-ছেলের! ঘনিষ্ঠ নাচে বিতর্কের ঝড় নেটমাধ্যমে, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল