ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভোজপুরি গানে তুমুল নাচছেন দুজন। দেখে বোঝা দায় যে তাঁরা মা এবং ছেলে। যদিও নীচে একাধিক জায়গায় দাবি করা হয়েছে তাঁরা মা এবং ছেলে, ভিতরেও একাধিক ভিডিওতে দেখা গিয়েছে দুজনে মা-ছেলেই।
advertisement
দুজনেই ঘনিষ্ঠ হয়ে যেভাবে নেচে ভিডিও দিয়েছে সমাজমাধ্যমে তা কিছু সমাজমাধ্যম ব্যবহারকারীদের দাবি, শালীন নয়, সেই সঙ্গে মা-ছেলের এমন ভিডিও দেওয়াও ঠিক নয়। দুজনের এমন ভিডিও নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। অনেকে আবার তুমুল কটাক্ষ করে রুচি নিয়েও প্রশ্ন তুলেছেন।
আরও পড়ুন: কত গতিতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়! এখন কোথায় রয়েছে ফেনজল? ল্যান্ডফলই বা কোথায় করবে?
advertisement
ভিডিওটি পাঠক ‘আরোহি অফিশিয়াল’ নামের একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পোস্টড করা হয়েছে। ইতিমধ্যেই ভিডিওটি প্রায় ৪ লাখ ৭৫ হাজার মানুষ পছন্দ করেছেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
November 27, 2024 2:50 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Mother- Son viral dance video: ভোজপুরি গানে ‘অশালীন’ নাচ মা-ছেলের! ঘনিষ্ঠ নাচে বিতর্কের ঝড় নেটমাধ্যমে, দেখুন ভিডিও