কী দেখা যাচ্ছে ওই ভিডিওতে? ভাইরাল ভিডিও-র শুরুতে দেখা যাচ্ছে, একটি বিশাল উঁচু বিল্ডিংয়ের ছাদে বসে রয়েছে একদল বাঁদর। আচমকাই দু’টি ইলেকট্রিক কেবল তার ধরে ঝুলে পড়ে একটি বাঁদর। এবার ঠিক জিপ-লাইনের মতো তার দুটিকে ব্যবহার করে ঝুলতে ঝুলতে দিব্যি এ-প্রান্ত থেকে ও-প্রান্তের একটি গাছের দিকে চলে যেতে দেখা যায় বাঁদরটিকে। এরপর দেখাদেখি আর একটি বাঁদরকেও ঝুলতে ঝুলতে এ-দিক ও-দিক করতে দেখা গিয়েছে। শেষে অন্য বাঁদরদেরও নিজেদের পালা আসার জন্য ওই বিল্ডিংয়ের ছাদেই অপেক্ষা করতে দেখা যায়।
advertisement
ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওটির ভিউ ইতিমধ্যে ১৭ লক্ষ পার করে গিয়েছে। নেটিজেনরা তারিয়ে তারিয়ে উপভোগ করছেন বাঁদরদের সাহসী স্টান্টের এই দৃশ্য। কমেন্ট বাক্স ভরে উঠেছে নেটিজেনদের নানা মজাদার মন্তব্যে। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, “কোনও রকম সুরক্ষা ছাড়া জিপ-লাইন।” আর এক নেটিজেন আবার লিখেছেন, “এপ-দের দুনিয়া থেকে আসা বিশেষ বাহিনী।” একজন লিখেছেন, “মাউন্টেন ডিউয়ের শক্তি।” অন্য নেটাগরিকের আবার মন্তব্য, “বিয়ার গ্রিলস আল্টিমেট।” এক ব্যবহারকারী লিখেছেন, “সর্বোচ্চ স্তরের কম্যান্ড প্রশিক্ষণ।” অন্য এক নেটিজেন লিখেছেন, “ওদের আবাসস্থলে আমাদের সুন্দর শহর গড়ে তুলে আমরা ওদের জন্য একটা বিনোদন পার্ক বানিয়ে দিয়েছি।”
এখানেই শেষ নয়, এক ব্যবহারকারী আবার মজা করে বিষয়টার সঙ্গে ‘খতরোঁ কে খিলাড়ি’ রিয়েলিটি শো-এর তুলনা করেন। এমনকী ওই শোয়ের আসন্ন সিজনের প্রসঙ্গও উত্থাপন করেন। তিনি লেখেন, “খতরোঁ কে খিলাড়ি-র এই সিজনের নতুন খেলোয়াড়।”