তবে এখনও পর্যন্ত কাউকে প্রস্রাব বিক্রি করে টাকা আয় করতে দেখা গিয়েছে কি? হ্যাঁ! সম্প্রতি এমনই অদ্ভুত কাজ করছেন এক মডেল, যা ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়, উঠে এসেছে বিভিন্ন পোস্ট বা ভিডিওর শিরোনামে (Model selling her urine)।
আরও পড়ুন: মাছের মেলায় হাড্ডাহাড্ডি লড়াই জামাই-শ্বশুরের! জিতলেন কে? দেখুন!
advertisement
ক্যাকটাস কুটি (Kactus Kutie) নামের এক মডেল তাঁর শরীরের বর্জ্য অনলাইনে বিক্রি করছেন অর্থাৎ প্রস্রাব করে তা থেকে বেশ মোটা মাইনের অর্থ উপার্জন করছেন। জেনে অবাক হতে হয় যে তাঁর একটি মেডিক্যাল কাপ অর্থাৎ ৩ আউন্স প্রস্রাব হাজার হাজার টাকায় বিক্রি হয়। আমাদের অনেকে কাছেই এই ঘটনা বিরক্তিকর মনে হতে পারে, তবে এই বর্জ্য কেনার লোকের কিন্তু অভাব নেই।
২০১৬ সাল থেকে শুরু হয়েছে এই ব্যবসা
'ডেইলি স্টার'-এর প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাকটাস কুটি ওনলি ফ্যান নামে একটি সাইটের একজন মডেল৷ ২০১৬ সাল থেকে এই অদ্ভুত ব্যবসা শুরু করেন তিনি। নিজের ভক্তদের জন্য শুধুমাত্র প্রস্রাব বিক্রিই নয়, ১০ মিনিটের জন্য প্রস্রাব করার একটি ভিডিও তৈরি করেছেন।
আরও পড়ুন: তিন-তিনটে চাকরির পর ক্লান্ত হয়ে পড়তেন মহিলা, প্রেমিককে উপহার দিলেন সতীন?
ক্যাকটাস নিজে, যিনি একজন পেশাদার ফটোগ্রাফার হিসাবে কাজ করেন, বলেছেন যে তাঁর ভিডিওগুলি সবার পছন্দ হয়েছে এবং তিনি এটির জন্য বিশেষ অনুশীলন করেছেন। তাঁর ভক্তরা হয় তো ভাবছেন কী ভাবে একজন ১০ মিনিট ধরে প্রস্রাব করতে পারেন? তবে রোজ নয়, কুটি এই কাজ প্রতি মাসে ১-২ বার করে দেখান, কারণ এই অভ্যেস তাঁর স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।
এক কাপ প্রস্রাবের দাম ৫২০০ টাকা!
সম্প্রতি ভক্তরা ক্যাকটাস কুটির প্রস্রাব ধরে রাখার ক্ষমতা দেখে এতটাই মুগ্ধ যে তারা তাঁর প্রস্রাব কিনে নিতেও প্রস্তুত। প্রস্রাব পূর্ণ একটি ৩-আউন্স বা এক মেডিক্যাল কাপের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৫,২০০ টাকা। যাঁরা বেশি প্রস্রাব কেনেন সেই সব গ্রাহকদের এতে ছাড়ও দেওয়া হয়। মূলত কাস্টমাইজড করে এটি বিক্রি করা হয়। ওই মডেলের দাবি যে, গ্রাহকরা এই বর্জ্যকে বরফের আকারে জমিয়ে রাখেন!