উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে এক চমকে দেওয়া ঘটনা সামনে এসেছে। একজন দুধওয়ালাকে দেখা গিয়েছে দুধে থুতু ফেলতে, যা সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে ধরা পড়ে। এই ঘটনা সামনে আসে যখন গোমতীনগরের বাসিন্দা লভ শুক্লা তাঁর বাড়িতে লাগানো সিসিটিভি ফুটেজে দেখেন, দুধওয়ালা দুধ সরবরাহের আগে তাতে থুতু ফেলছে। শনিবার সকালে ভিডিওটি দেখে তিনি সঙ্গে সঙ্গে গোমতীনগর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত মোহাম্মদ শরিফকে গ্রেফতার করেছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।
advertisement
আরও পড়ুন: বিছে এগোতেই ভয়ঙ্কর ক্ষেপে গেল কোবরা! দেখুন সেই ৬ সেকেন্ডের শ্বাসরুদ্ধকর ভাইরাল ভিডিও
থানা ইনচার্জ ব্রজেশ তিওয়ারি জানান, অভিযুক্তকে জেরা করা হচ্ছে এবং তদন্ত চলেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের এই কাজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, যার ফলে মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে।
এই ধরণের ঘটনা নতুন নয়। গত বছর উত্তরপ্রদেশের সাহারানপুরে এক যুবকের ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে তাকে রুটিতে থুতু ফেলতে দেখা গিয়েছিল।
এছাড়াও গাজিয়াবাদে এক জুস বিক্রেতার বিরুদ্ধে প্রস্রাব মিশিয়ে জুস বিক্রির অভিযোগ উঠেছিল। নয়ডাতেও দু’জনকে জুসে থুতু মিশিয়ে বিক্রি করতে গিয়ে ধরা হয়। এইসব ঘটনার পরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের সব খাদ্যপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করেন।
তিনি আরও নির্দেশ দেন যে রেস্তোরাঁ, হোটেল ও ধাবার কর্মীদের পুলিশের ভেরিফিকেশন আবশ্যক এবং যারা রান্না করেন বা খাবার পরিবেশন করেন, তাদের মাস্ক ও গ্লাভস পরা বাধ্যতামূলক।
সুরক্ষা ও শাস্তির দাবি এই সাম্প্রতিক ঘটনার পর আবারও খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষ দাবি তুলেছে, এমন জঘন্য কাজে কঠোর শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়।