আরও পড়ুন - Weather Update: প্রবল বৃষ্টিতে ভাসছে Midnapur, Nadia, বিপর্যস্ত জনজীবন
চলতি বছরে মাসিক দুর্গাষ্টমীর পুণ্যলগ্ন:
এই বছরে ভাদ্রমাসের এই মহা পুণ্যময় অষ্টমী তিথি শুরু হয়েছে ১৩ সেপ্টেম্বর দুপুর ৩টে ১১ মিনিটের পর থেকে, থাকবে ১৪ সেপ্টেম্বর দুপুর ১টা ০৯ মিনিট পর্যন্ত। অতএব, এই সময়ের মধ্যেই পূজা দিতে হবে দেবী দুর্গার। দেখে নেওয়া যাক জন্মতিথিতে কী ভাবে আরাধনা করলে ভক্তের প্রতি প্রসন্ন হবেন মহামায়া দুর্গতিহারিণী দেবী!
advertisement
মাসিক দুর্গাষ্টমী পূজাবিধি:
১. সকালে স্নান সেরে শুদ্ধ হয়ে নিতে হবে।
২. এর পর দেবী দুর্গার ছবির সামনে একটি বড় প্রদীপ জ্বেলে দিতে হবে যাতে তা পুরো অষ্টমী তিথি জ্বলতে থাকে।
৩. দেবীকে নিবেদন করতে হবে গোলাপি বা লাল ফুল, কলা, নারকেল, মিষ্টান্ন।
৪. এই ব্রত উদযাপনের দিন বাড়ি থেকে কোথাও বেরোনো যাবে না।
৫. সম্ভব হলে নির্জলা উপবাস, অন্যথায় ফল খেয়ে থাকতে হবে।
৬. এই তিথিতে শ্রীশ্রীচণ্ডী পাঠ এবং শ্রবণ বিশেষ ফলদায়ক।
৭. শঙ্খ, ঘণ্টা সহযোগে সায়ংকালে দেবীর আরতি অবশ্য কর্তব্য।