গত ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখ সকালে ঘটা ওই বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন প্রায় ১৮০ জন যাত্রী। আর এই ঘটনার পরেই একটা ভয়ঙ্কর মন্তব্য করেছেন গং চা কোরিয়া ফ্র্যাঞ্চাইজির এক ম্যানেজার। নিজের কর্মীদের উদ্দেশ্যে এমন কথা তিনি বলেছেন, যা ভয়ঙ্কর ক্ষোভের সৃষ্টি করেছে নেটিজেনদের মধ্যে। সাউথ চায়না মর্নিং পোস্ট থেকে জানা যাচ্ছে যে, গং চা শপে কর্মরত এক ইন্টার্ন সোশ্যাল মিডিয়ায় ম্যানেজারের বার্তা ভাগ করে নিয়েছেন।
advertisement
নিজেদের ম্যানেজারের বক্তব্য সরাসরি উল্লেখ করে ওই ইন্টার্ন জানিয়েছেন যে, “আজ কি আপনারা বিমান বিস্ফোরণ দেখেছেন? কিছু মানুষ আছেন, যাঁরা বিদেশে ছুটি কাটাতে যান। যদি একটা দুর্ঘটনা ঘটে, তাহলে মা-বাবার সঙ্গে যোগাযোগ করার আগে আমায় একটা মেসেজ পাঠিয়ে জানিয়ে দেবেন যে, একজন ইন্টার্ন নিয়োগ করে নিন। তবে অনুপস্থিত হওয়া চলবে না।”
এই পোস্টটি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই আউটলেট এবং তার কর্মীদের তীব্র নিন্দা করছেন নেটিজেনরা। এক ব্যবহারকারী লিখেছেন যে, “দয়া করে ওখানে নিজের টাকা খরচ করে গং চা-কে সমর্থন করবেন না। এমনটা কি নিজের একজন পার্ট-টাইম কর্মীকে বলা উচিত? একজন প্রাপ্তবয়স্ক হিসেবে লজ্জা করে না? বিষয়টা অত্যন্ত নির্মম।” অন্য একজন আবার লিখেছেন যে, “এটা কি আদৌ মানবিক? একটা জাতীয় দুর্যোগের পর কেউ কীভাবে এমন মন্তব্য করতে পারেন?”
আর নেটিজেনদের এহেন প্রতিক্রিয়া দেখে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে গং চা কোরিয়া। গত ৩০ ডিসেম্বর ক্ষমা প্রার্থনা করে তারা। এমনকী ওই কর্মীর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করারও প্রতিশ্রুতি দিয়েছে তারা। ফ্র্যাঞ্চাইজি ম্যানেজারের মন্তব্য প্রসঙ্গে পুরনো দোকানের মালিক একটি চিঠি লিখে জানান যে, “আমার গাফিলতির জন্যই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ব্রাঞ্চের মালিক এবং আমি গভীর ভাবে চিন্তা করব। আর এর পুনরাবৃত্তি রোধ করতে স্টোর অপারেশন এবং কর্মীদের প্রশিক্ষণকে পুঙ্খানুপুঙ্খ ভাবে উন্নত করার চেষ্টা করব। যাঁরা এই ঘটনায় আঘাত পেয়েছেন, তাঁদের কাছ থেকে আন্তরিক ভাবে ক্ষমা চাইছি। আর গ্রাহকদের আস্থা ফিরে পেতে আমরা সেরাটা দিয়ে চেষ্টা করে যাব।”