পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত ও উদ্বেগজনক হয়ে ওঠায় খবর দেওয়া হয় শান্তিপুর থানার পুলিশ ও দমকলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল কর্মীরা। প্রায় দীর্ঘ সময় ধরে বোঝানো ও শান্ত করার পর অবশেষে ওই ব্যক্তিকে নিরাপদে গাছ থেকে নামানো সম্ভব হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ওই ব্যক্তির বাড়ি আসামের কোনও একটি এলাকায়। তবে তাঁর নাম, ঠিকানা বা পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। কেন তিনি গাছে উঠে টাকা ছড়াচ্ছিলেন এবং আত্মহত্যার হুমকি দিচ্ছিলেন, তা নিয়ে রহস্য থেকেই যাচ্ছে।
advertisement
স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে। কারও দাবি, এনআরসির আতঙ্কে তিনি হয়তো আসাম ছেড়ে এখানে চলে আসতে পারেন। আবার অনেকে বলছেন, তিনি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন, ব্যাগের টাকাগুলি চুরি করা হতে পারে। এমনকি অভিযোগ উঠেছে, ওই ব্যক্তি মদ খেতে চেয়েছিলেন এবং কেউ কেউ তাঁকে মদ কিনে দিয়েছিল।
সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ওই ব্যক্তির প্রকৃত পরিচয় ও ঘটনার নেপথ্যের কারণ জানার চেষ্টা চলছে।