ওই সহায়িকা জানান তাঁর ছেলে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার সুযোগ পেয়েছে। সেই আনন্দেই মিষ্টিমুখ। এই মুহূর্তের কথা ট্যুইটারে শেয়ার করেছেন শুভ। লিখেছেন, 'আমাদের গৃহ সহায়িকা এক বাক্স মিষ্টি হাতে আমাদের বাড়িতে আসেন। পরে এর কারণ মা জিজ্ঞাসা করায় তিনি বলেন তাঁর ছেলে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার সুযোগ পেয়েছে। কী আনন্দের মুহূর্ত।' পরে মন্তব্যের জায়গায় তিনি লেখেন, 'কিছু মুহূর্ত আমাদের কাছে কিছুই নয়। কিন্তু অন্যদের কাছে সব।'
advertisement
আরও পড়ুন : মাটি খুঁড়ে ৮৬৫ বছরের প্রাচীন ৫৭০ টি স্বর্ণমুদ্রা! গুপ্তধন পেয়ে রাতারাতি ধনকুবের ফাস্টফুড দোকানের মালিক
তাঁর ট্যুইট-এর ভিউজ ছাপিয়েছে এর লক্ষ। এসেছে অগণিত মন্তব্য। নেটিজেনরাও শরিক হয়েছেন শুভ এবং তাঁদের গৃহ সহায়িকার আনন্দ মুহূর্তের।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2023 9:23 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Happy Moment: কাজের বাড়িতে সকলকে মিষ্টিমুখ করালেন পরিচারিকা, কারণ জানলে আপনার চোখেও জল আসবে