TRENDING:

MS Dhoni Viral Video: ধোনির ছোঁয়ায় ৩ লক্ষ হল ৩০ কোটি! ভক্তকে ভরিয়ে দিলেন মাহি, ভিডিও সুপার ভাইরাল!

Last Updated:

MS Dhoni Viral Video: প্রাক্তন ভারত অধিনায়কের স্পর্শেই স্পর্শেই ৩ লক্ষ হল ৩০ কোটি!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আজ বিশ্বের কাছে মহেন্দ্র সিং ধোনি শুধুই একটি নামই নয় ৷ তিনি প্রতিটি ক্রিকেট প্রেমী মানুষের আবেগও বটে ৷ যিনি নিজের কর্ম দক্ষতার ক্রিকেটকে একটি নির্দিষ্ট উচ্চতায় নিয়ে গিয়েছেন ৷ তাঁর গাড়ি ও মোটর সাইকেলের প্রতি অনুরাগ সবারই জানা আছে ৷ বিভিন্ন জায়গায় গাড়ি, বাড়ি নিয়ে নানান ধরনের গাড়ি ঘোড়া নিয়ে তাঁর ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ৷
প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি
প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি
advertisement

ধোনির রাঁচির বাড়ির গ্যারাজ প্রতিটি ভক্তর কাছে অত্যন্ত আকর্ষণের ৷ ভারতের প্রাক্তন অধিনায়ক এমনই ভাবে এক ভক্তের দিন তৈরি করেছেন ৷ রয়্যাল এনফিল্ডের ইন্টারসেপটের ৬৫০ ৷ স্বোয়াঙ্কির মডেলের দাম ৩.৩২ লক্ষ টাকা ৷ ধোনি এক ভক্তের লাল এনফিল্ডের ট্যাঙ্কের উপরে সই করেছেন সেটাই অত্যন্ত ভাল অংশ ৷ তারপরে তিনি চলে যাওয়ার আগে ভক্তকে জানান চালিয়ে রিপোর্ট দেওয়ার কথা জানিয়েছেন ৷

advertisement

আরও পড়ুন: Rahu Shukra Navpancham Rajyog: রাহু-শুক্রের ইতিহাসে নবপঞ্চম রাজযোগ, দুর্লভ সংযোগে ধন-বৈভবের দেবতা, ধনু-সহ তিন রাশির অকাল দীপাবলি

মহেন্দ্র সিং ধোনির সেই ভিডিও দাবানলের মত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে ৷ সোশ্যাল মিডিয়ায় ৫২ মিলিয়ন ভিউ হয়েছে ৷ এমনকী সেই ভিডিওতে রঅ্যাক্ট করেছেন স্বয়ং মাহি ৷ কমেন্টে তিনি লিখেছিলেন “RideWithMahi?” ধোনি ভক্ত আনন্দে আত্মহারা হয়েছে ৷ ধোনির সই করাতেই সেই বাইকের দাম ৩.৩ লক্ষ থেকে ৩০ কোটি টাকা ৷ ধোনির মির্চ মশলা লুকে সোশ্যাল মিডিয়ায় ঘায়েল বহু ৷

advertisement

আরও পড়ুন: Zodiac Who Can’t Keep Secret: পরনিন্দা পরচর্চায় বিশেষ দক্ষতা! কোনও কথাই পেটে রাখতে পারেন না, বৃশ্চিক-সহ ৫ রাশি কৌতূহল তুঙ্গে

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামের মেয়ে রজনী বাউরি, বাঁকা কথা উড়িয়েছেন ড্রিবল করে,পায়ে বল স্বপ্ন দেশের হয়ে খেলার
আরও দেখুন

অনেকেও আফসোস করেছেন ছোটবেলার নায়কের বয়স আস্তে আস্তে বাড়ছে ৷ সূত্রের খবর ভারতের সর্বকালের সেরা অধিনায়কের সংগ্রহে আছে যে যে বাইকের সংগ্রহ, Kawasaki Ninja H2, Confederate X132 Hellcat, Kawasaki Ninja ZX-14R, Harley Davidson FatBoy, Ducati 1098, Yamaha RD350, Yamaha Rajdoot, Suzuki Shogun, Yamaha Thundercat, BSA Goldstar, Norton Jubilee 250 and TVS Apache RR 310.

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
MS Dhoni Viral Video: ধোনির ছোঁয়ায় ৩ লক্ষ হল ৩০ কোটি! ভক্তকে ভরিয়ে দিলেন মাহি, ভিডিও সুপার ভাইরাল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল