TRENDING:

Viral News: লুঙ্গিতেই ভাগ্য বদল! বিদেশের মাটি কাঁপাচ্ছে 'লঙ্গিয়া প্যান্ট', দাম শুনলে আঁতকে উঠবেন আপনিও!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্যাংকক: অনেকেই নানা ধরনের পোশাক পরেন। নানা পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট করতেও ভালবাসেন অনেকেই। তবে লুঙ্গি নিয়ে স্টাইল কতজন করে থাকেন। দক্ষিণ ভারতে লুঙ্গি জনপ্রিয়। বাংলার চিরপরিচিত পোশাকও লুঙ্গি। কিন্তু, সেই লুঙ্গিই সম্প্রতি আমেরিকা এবং ইউরোপের বাজারে রীতিমতো ভাইরাল হয়েছে। বিদেশের মাটিতে সামাজিক মাধ্যম এই ছবি দেখে বেশ খুশি অনেকেই।
বিদেশের মাটিতে ধামাকা লুঙ্গির
বিদেশের মাটিতে ধামাকা লুঙ্গির
advertisement

অনেকেই মনে করেন লুঙ্গি হল এমন একটি পোশাক যেটি আপনাকে আরামে রাখবে। ফলে এবার স্টাইলের নতুন হদিশ পাওয়া যাবে এই লুঙ্গি থেকেই।

ব্যাঙ্কককে এই লুঙ্গি এখন প্রচুর তৈরি হচ্ছে। একেবারে ১০০ শতাংশ সুতির তৈরি এই লুঙ্গি। এখানকার মানুষ এখন লুঙ্গিকেই বেছে নিচ্ছেন অন্য পোশাক ছেড়ে। তৈরি হয়েছে নানা ধরণের দামী ব্র্যান্ডের লুঙ্গিও। সেখানে এক একটি লুঙ্গির দাম ৩৯০০ টাকা থেকে শুরু করে ৫৪০০ টাকা।

advertisement

যে প্রতিষ্ঠান এটি তৈরি করছে তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের লুঙ্গির বিক্রি এখন প্রচুর। কিন্তু, তিনি এর আগে এমন পোশাক বিক্রি করেননি। ফলে তিনি ভীষণ উৎসাহিত। যদি এমনই থাকে তাহলে তিনি আগামীদিনে আরও লুঙ্গি তৈরি করবেন। সেটিকে সস্তা দামেও তিনি বিক্রি করবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

আসলে লুঙ্গিকে নতুনভাবে নিয়ে এসে যে ব্যবসা তিনি করছেন তার ফলে তার প্রচুর লাভ হয়েছে। এবার তিনি একে বিশ্বের বাজারে নিয়ে যাবেন। সেখানে যদি তার আরও টাকা খরচ হয় সেটাও তিনি করবেন। এমন একটি আরামপ্রদ পোশাক কেন এতদিন ধরে কেউ সেভাবে ব্যবহার করেনি সে বিষয়েও রীতিমত অবাক হয়েছেন তিনি ।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: লুঙ্গিতেই ভাগ্য বদল! বিদেশের মাটি কাঁপাচ্ছে 'লঙ্গিয়া প্যান্ট', দাম শুনলে আঁতকে উঠবেন আপনিও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল