অনেকেই মনে করেন লুঙ্গি হল এমন একটি পোশাক যেটি আপনাকে আরামে রাখবে। ফলে এবার স্টাইলের নতুন হদিশ পাওয়া যাবে এই লুঙ্গি থেকেই।
ব্যাঙ্কককে এই লুঙ্গি এখন প্রচুর তৈরি হচ্ছে। একেবারে ১০০ শতাংশ সুতির তৈরি এই লুঙ্গি। এখানকার মানুষ এখন লুঙ্গিকেই বেছে নিচ্ছেন অন্য পোশাক ছেড়ে। তৈরি হয়েছে নানা ধরণের দামী ব্র্যান্ডের লুঙ্গিও। সেখানে এক একটি লুঙ্গির দাম ৩৯০০ টাকা থেকে শুরু করে ৫৪০০ টাকা।
advertisement
যে প্রতিষ্ঠান এটি তৈরি করছে তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের লুঙ্গির বিক্রি এখন প্রচুর। কিন্তু, তিনি এর আগে এমন পোশাক বিক্রি করেননি। ফলে তিনি ভীষণ উৎসাহিত। যদি এমনই থাকে তাহলে তিনি আগামীদিনে আরও লুঙ্গি তৈরি করবেন। সেটিকে সস্তা দামেও তিনি বিক্রি করবেন।
আসলে লুঙ্গিকে নতুনভাবে নিয়ে এসে যে ব্যবসা তিনি করছেন তার ফলে তার প্রচুর লাভ হয়েছে। এবার তিনি একে বিশ্বের বাজারে নিয়ে যাবেন। সেখানে যদি তার আরও টাকা খরচ হয় সেটাও তিনি করবেন। এমন একটি আরামপ্রদ পোশাক কেন এতদিন ধরে কেউ সেভাবে ব্যবহার করেনি সে বিষয়েও রীতিমত অবাক হয়েছেন তিনি ।