TRENDING:

Instagram Success Story: মাসে প্রায় দু’লক্ষ, বছরে ২৩-২৪ লক্ষ, বাড়িতে বসেই ইনস্টাগ্রাম করে টাকার পাহাড়ে মহিলা

Last Updated:

Instagram Success Story: তিনি পরামর্শ দিয়ে বলেছেন, আসলে কোনও টাকা বাঁচানো আসলে নিয়ম মেনে চলার উপর নির্ভর করে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বয়স তাঁর ৪০, বাড়িতে বসেই তিনি রোজগার করছেন মাসে দু’লক্ষ টাকার কাছাকাছি৷ বছরে তাঁর সামগ্রিক উপার্জন ছুঁয়ে ফেলেছে ২৩-২৪ লক্ষের গণ্ডি৷ কী করে অসম্ভবকে সম্ভব করছেন এই মহিলা, শুনলে আপনিও চমকে যাবেন৷ ব্রিটেনের ‘মানি মম’, নামে পরিচিত জেমা বার্ড এখন অনেকের কাছেই উদাহরণ৷
ব্রিটেনের ‘মানি মম’, নামে পরিচিত জেমা বার্ড এখন অনেকের কাছেই উদাহরণ
ব্রিটেনের ‘মানি মম’, নামে পরিচিত জেমা বার্ড এখন অনেকের কাছেই উদাহরণ
advertisement

কিছুই না, ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট আছে তাঁর৷ আর সেখান থেকেই নানারকম টিপস শেয়ার করেন তিনি৷ এখন প্রশ্ন আসবে, কিসের টিপস৷ তিনি সাধারণত টাকা কী ভাবে বাঁচানো যায়, তা নানারকম সিক্রেট উপদেশ দিয়ে থাকেন৷ দুই সন্তানের মা জেমা একেবারে বাজার করা থেকে রোজকার খরচ থেকে টাকা বাঁচানোর উপায় বাতলে দেন সাধারণ মানুষকে৷ তিনি ঘণ্টায় ভেঙে নিয়ে টাকা বাঁচানোর উপায় বলেন৷

advertisement

আরও পড়ুন: ২৪-এ কেমন ফল করবে বিজেপি? মারাত্মক ভবিষ্যদ্বাণী শশী থারুরের

আরও পড়ুন: তিন যুদ্ধে শিক্ষা পেয়েছে পাকিস্তান! স্বীকার করে মোদির সঙ্গে আলোচনায় বসার আর্জি শরিফের

কী ভাবে? তিনি বলেন, দিনটিকে যদি ঘণ্টা পিছু ১০ ইউরো হিসাবে ধরা যায়, তা হলে দোকানে যাওয়ার আগের হিসাবে তিনঘণ্টায় তিরিশ ইউরো জমা হওয়ার কথা৷ তা হলে দোকানে গিয়ে ওই টাকাটাই খরচ করা উচিত৷ অর্থাৎ উপার্জনের নিরিখে ঘণ্টা পিঠ হিসাব করে সেই অনুসারে খরচ করা, তার থেকে বেশি খরচ না করা৷ তাতে অনেক টাকা বাঁচানো সম্ভব৷

advertisement

তিনি পরামর্শ দিয়ে বলেছেন, আসলে কোনও টাকা বাঁচানো আসলে নিয়ম মেনে চলার উপর নির্ভর করে৷ এটা আসলে একটি মানসিকতা৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যদি কেউ মনে মনে ভেবে নেন, তিনি খরচ বাঁচিয়ে চলবে, তা হলে তাঁকে বাঁচানোর রাস্তায় নিয়ে আসা সহজ, কিন্তু কেউ যদি ভেবে নেন তিনি তা করবেন না, তা হলে হাজার নিয়মেও তাঁকে বাঁচানোর রাস্তায় আনা সম্ভব নয়৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Instagram Success Story: মাসে প্রায় দু’লক্ষ, বছরে ২৩-২৪ লক্ষ, বাড়িতে বসেই ইনস্টাগ্রাম করে টাকার পাহাড়ে মহিলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল