TRENDING:

Lakshmi Puja 2024: দেবী লক্ষ্মীকে প্রসন্ন করতে হলে শনি-মঙ্গলবার এই ভুল করা যাবে না, সচেতন হন এখনই

Last Updated:

দেবীকে প্রসন্ন করতে গিয়ে যাতে অজান্তেও কোনও ভুল না হয়ে যায়, সে দিক থেকে সতর্ক থাকতে হবে। তার মধ্যে বিশেষ করে নজর দিতে হবে ঝাঁটা কেনায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এবার কোজাগরী পূর্ণিমা তিথি শুরু হয়ে যাচ্ছে ১৬ অক্টোবর, ২০২৪ তারিখের বুধবার থেকে। থাকবে ১৭ অক্টোবর, ২০২৪ তারিখের বৃহস্পতিবার পর্যন্ত। ঘরে ঘরে চলবে দেবী লক্ষ্মীকে প্রসন্ন করার তোড়জোড়। ঘর পরিষ্কার করা হবে, আলপনা দেওয়া হবে, নানাবিধ ব্যঞ্জনে সাজানো হবে ভোগের থালা। তবে কি না দেবীকে প্রসন্ন করতে গিয়ে যাতে অজান্তেও কোনও ভুল না হয়ে যায়, সে দিকে সতর্ক থাকতে হবে। তার মধ্যে বিশেষ করে নজর দিতে হবে ঝাঁটা কেনায়।
advertisement

বলা হয়, দেবী লক্ষ্মী অপরিচ্ছন্নতা একেবারে পছন্দ করেন না। তাই বিশেষ করে তাঁর পুজোর দিনে ঘর তো পরিষ্কার রাখতেই হবে। অনেকে পুজোর দিনে ব্যবহার করা ঝাঁটা দিয়ে ঘর পরিষ্কার করেন না, নতুন একটা কিনেই আনেন। তাতে পরিবত্রতা রক্ষা হয়। শুধু পুজোর আগের দিন, মানে মঙ্গলবার কিন্তু কেনা চলবে না। তাতেই হিতে বিপরীত হবে।

advertisement

আসলে ভারতীয় সংস্কৃতিতে প্রতিটি ছোট-বড় জিনিসেরই বিশেষ তাৎপর্য রয়েছে, এমনকি ঝাঁটার মতো একটি সাধারণ জিনিসও শুভ ও অশুভ সময় অনুযায়ী কেনা হয়ে থাকে। ঝাঁটা ঘরের পরিচ্ছন্নতা ও সমৃদ্ধির সঙ্গে জড়িত। কাজেই সঠিক সময়ে কেনা এবং ব্যবহার করা বাড়ির সমৃদ্ধি তথা সম্পদ বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। এটি বিশ্বাস করা হয় যে ঝাঁটা দেবী লক্ষ্মীরও প্রতীক, ফলে এটি যদি ভুল দিনে কেনা হয় তবে তা বাড়ির সুখ, সমৃদ্ধি এবং ভাগ্যকে বিপর্যস্ত করতে পারে।

advertisement

উত্তরাখণ্ডের ঋষিকেশে অবস্থিত শ্রী সাচ্চা অখিলেশ্বর মহাদেব মন্দিরের পুরোহিত শুভম তিওয়ারি বলেন, ধর্মীয় ও জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে বিচার করলে এমন অনেক কিছু বিষয় দেখা যায় যা আমরা খুব একটা গুরুত্ব দিয়ে বিবেচনা করি না। সপ্তাহের বিশেষ দুই দিনে তেমনই ঝাঁটা কেনা অশুভ বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে শনি ও মঙ্গলবার ঝাড়ু কিনলে পরিবারে সঞ্চিত অর্থের ক্ষতি হতে পারে এবং পরিবারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। এই দিনে ঝাঁটা কিনলে লক্ষ্মী ক্রুদ্ধ হয়ে বাড়ি ছেড়ে চলে যান, এতে বাড়ির সমৃদ্ধি কমে যায়। তাই এই দুই দিনে ঝাঁটা কেনা থেকে বিরত থাকতে হবে। এই দিনগুলি জ্যোতিষশাস্ত্রেও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়, কারণ এই দিনগুলি শনি এবং মঙ্গল গ্রহের সঙ্গে যুক্ত, যা কর্ম এবং সংগ্রামের প্রতিনিধিত্ব করে। তাই এই গ্রহগুলির অশুভ প্রভাব এড়াতে এই দিনগুলিতে ঝাঁটা না কেনার পরামর্শ দেওয়া হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ঝাঁটা কেনার শুভ দিন তাহলে কোনগুলো, সেটাও এবার জেনে নেওয়া যাক। কেন না, শুভ সময়ে ঝাঁটা কিনলে ঘরে সুখ, সমৃদ্ধি ও শান্তি আসে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধ, বৃহস্পতি ও শুক্রবার ঝাঁটা কেনা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এই দিনগুলিতে কেনা ঝাঁটা ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে এবং দেবী লক্ষ্মীকে খুশি করে। এটি কেবল অর্থনৈতিক সমৃদ্ধিই আনে না, বরং ঘরে সুখ, শান্তি এবং স্বাস্থ্যও নিয়ে আসে। এভাবে, সঠিকভাবে ঝাঁটা কিনলে বাড়ির নেতিবাচক শক্তি দূর হয় এবং বাড়ির পরিবেশ পবিত্র ও ইতিবাচক থাকে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Lakshmi Puja 2024: দেবী লক্ষ্মীকে প্রসন্ন করতে হলে শনি-মঙ্গলবার এই ভুল করা যাবে না, সচেতন হন এখনই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল