TRENDING:

নদী তীরের ছোট্ট কুঁড়ে ঘর থেকে অদ্ভুত আওয়াজ, পুলিশ অভিযান চালাতেই চক্ষু চড়কগাছ

Last Updated:

Lakhimpur Kheri Latest News: লখিমপুর খেরির ঘটনা। ছোট্ট কুঁড়ে ঘরে চলছিল দেশি বন্দুক তৈরির কারখানা। গোপন সূত্রে খবর পেয়ে সোয়াট ও পুলিশ যৌথ অভিযান চালায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লখিমপুর খেরি, উত্তর প্রদেশ: নদীর তীরে ছোট্ট কুঁড়ে ঘর। সেখানে কেউ বাস করে না। কিন্তু মানুষের আসা-যাওয়া লেগেই থাকে। আর মাঝে মধ্যেই কুঁড়ে ঘর থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। এসব দেখেশুনে ভূতুড়ে কাণ্ড মনে হওয়াই স্বাভাবিক। কিন্তু পুলিশ যেতেই সব রহস্যের পর্দাফাঁস। ব্যাপারটা কী?
নদী তীরের ছোট্ট কুঁড়ে ঘর থেকে অদ্ভুত আওয়াজ, পুলিশ অভিযান চালাতেই চক্ষু চড়কগাছ
নদী তীরের ছোট্ট কুঁড়ে ঘর থেকে অদ্ভুত আওয়াজ, পুলিশ অভিযান চালাতেই চক্ষু চড়কগাছ
advertisement

লখিমপুর খেরির ঘটনা। ছোট্ট কুঁড়ে ঘরে চলছিল দেশি বন্দুক তৈরির কারখানা। গোপন সূত্রে খবর পেয়ে সোয়াট ও পুলিশ যৌথ অভিযান চালায়। ৫০টি সেমিফিনিশড, ১২টি ফিনিশড পিস্তল ও বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৩ জন পলাতক।

আরও পড়ুন– চলতি সপ্তাহেই রাশি পরিবর্তন করতে চলেছেন দু’টি গ্রহ; এই সমস্ত রাশির জীবনে হতে চলেছে অর্থের বর্ষণ

advertisement

লখিমপুর খেরির এই এলাকা গঞ্জার নামে বিখ্যাত। ধৌরাহারা থানা এলাকায় পড়ে। নদী এবং জঙ্গলে ঘেরা পুরো এলাকা। এমন ভৌগোলিক অবস্থানের কারণেই দুষ্কৃতীদের অবাধ মুক্তাঞ্চল। অপরাধ করে এখানে লুকিয়ে পড়ে। পুলিশ এলেই হয় নদী পথে পালায়। নয়তো ঘন জঙ্গলে উধাও হয়ে যায়।

এখানে ঘাঘর নদীর তীরে খাগিয়া ব্রিজের কাছে অবৈধ অস্ত্র তৈরির কারখানা খুলেছিল কুখ্যাত দুষ্কৃতী রহিস। ছোট্ট কুঁড়ে ঘরেই পিস্তল তৈরি হত। তারপর পাচার হয়ে যেত নদীপথে। গোপনে খবর পেয়ে পুলিশ এবং সোয়াট টিম যৌথ অভিযান চালায়। ঘটনাস্থল থেকে দুই কারিগরকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক ৩ জন। তাদের কাছ থেকে ৫০টি সেমিফিনিশড পিস্তল, ১২টি ফিনিশড পিস্তল ও বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে।

advertisement

আরও পড়ুন– শৌচকর্ম করতে বেরিয়ে উধাও নববধূ, গয়নাগাঁটি নিয়ে বেপাত্তা, কনের বাড়িতে গিয়ে বর যা বললেন শুনে সবাই অবাক!

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

লখিমপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার পবন গৌতম বলেন, ‘অভিযুক্তরা ঘাঘর নদীর তীরে খাগিয়া সেতুর কাছে একটি নির্জন জায়গায় অবৈধ অস্ত্র তৈরির কারখানা চালাচ্ছিল। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সেমিফিনিশড পিস্তল ও ফিনিশড পিস্তল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অবৈধ অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম। ঘটনাস্থল থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ আশঙ্কা করছে যে এই অপরাধীরা ২০২৪-এর সালের লোকসভা নির্বাচনে এই অবৈধ অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করেছিল। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে’।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
নদী তীরের ছোট্ট কুঁড়ে ঘর থেকে অদ্ভুত আওয়াজ, পুলিশ অভিযান চালাতেই চক্ষু চড়কগাছ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল