TRENDING:

চোখ পিটপিট তো সবাই করে, কিন্তু বেশি কারা করে? ছেলেরা না মেয়েরা? উত্তর জানলে আপনি জিনিয়াস

Last Updated:

Knowledge Story Boys Or Girls Who Blinks Eyes More: আমরা সকলেই চোখ পিটপিট করি। কেউ একটু বেশি বা কেউ একটি কম চোখ পিটপিট করে। কিন্তু কোনও দিনও ভেবে দেখেছেন ছেলেরা না মেয়েরা, কারা বেশি চোখ পিটিপিট বা খোলা-বন্ধ করে থাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমরা সকলেই চোখ পিটপিট করি। ভালোভাবে বলতে গেলে দ্রুত গতিতে চোখ খোলা ও বন্ধ করে থাকি। কেউ একটু বেশি বা কেউ একটি কম চোখ পিটপিট করে। কিন্তু কোনও দিনও ভেবে দেখেছেন ছেলেরা না মেয়েরা, কারা বেশি চোখ পিটিপিট বা খোলা-বন্ধ করে থাকে। এবার সেই প্রশ্নের উত্তর দিবেন বিশিষে বিশেষজ্ঞরা।
News18
News18
advertisement

চোখের পাতা তো মাঝেমধ্যেই পড়তে থাকে। এতে চোখ পরিস্কার হতে থাকে। এটা একটি শরীরবৃত্তীয় প্রক্রিয়া। যা মানুষকে ভেবে করতে হয়না। ওটা নিজের মত হতে থাকে। শরীর নিজের মত করে চোখ বন্ধ খোলা করে নেয়। বিশেষজ্ঞেরা বলেন, চোখের পাতা পড়লে চোখ সাফ হতে থাকে। এটা ভাল। সেটা শরীর নিজেই করে নেয়। কিন্তু চোখের পাতা ছেলেরা বেশি ফেলে, নাকি মেয়েরা? এর উত্তর হয়তো অনেকে জানেন, অনেকে জানেননা।

advertisement

গবেষকেরা জানাচ্ছেন, চোখের পাতা ফেলায় ছেলেদের পিছনে ফেলে দিয়েছেন মেয়েরা। রিপোর্ট বলছে ১ মিনিটে একজন মহিলা যেখানে ১৯ বার চোখের পাতা ফেলেন, সেখানে একজন পুরুষ ১ মিনিটে চোখের পাতা ফেলেন ১১ বার। আবার গবেষণা বলছে বয়স্কা মহিলারা অপেক্ষাকৃত কমবয়সী মহিলাদের চেয়ে বেশিবার চোখের পাতা ফেলেন।

আরও পড়ুনঃ Indian Railways: ভারতীয় রেলে বগির রং লাল-নীল-সবুজ-বাদামি হয় কেন? কারণ অজানা অনেকের!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধান ছেড়ে 'এই' সবজি চাষ করে মালামাল পুরুলিয়ার চাষি! প্রতি বছর কামাচ্ছেন মোটা টাকা!
আরও দেখুন

বিভিন্ন বয়সে এসে প্রতি মিনিটে চোখের পাতা পড়ার সংখ্যারও হেরফের হতে থাকে। তবে বিশেষজ্ঞদের রিপোর্ট অনুযায়ী এটা সামনে এসেছে যে মহিলাদের চোখের পাতা পুরুষদের তুলনায় অনেকটাই বেশি পড়ে। তবে চোখে কোনও রোগ থাকলে সেক্ষেত্রে কম-বেশি হতে পারে।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
চোখ পিটপিট তো সবাই করে, কিন্তু বেশি কারা করে? ছেলেরা না মেয়েরা? উত্তর জানলে আপনি জিনিয়াস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল