TRENDING:

Knowledge: পর্যটকদের পছন্দের তালিকায় সব সময় প্রথম স্থানে থাকে, অথচ ভারতের এই মনোরম রাজ্যটিকেই শুধুমাত্র পরাধীনতার বেড়ি পরাতে পারেনি ব্রিটিশরা

Last Updated:

Indian State That Never Became Slave of British: প্রায় ২০০ বছর ধরে ভারতে রাজত্ব করেছে ব্রিটিশরা। সেই কারণে এ দেশের রাজ্যগুলির উপর ব্রিটিশদের সংস্কৃতির গভীর ছাপ পড়েছে। তবে ভারতে এমন একটি রাজ্য রয়েছে, যা কখনওই ব্রিটিশদের দাসত্ব করেনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভারতের ঐতিহ্য এবং পরম্পরা খুবই সমৃদ্ধ। এই দেশের সমৃদ্ধি এতটাই বেশি ছিল, যা দেখে রীতিমতো চোখ ধাঁধিয়ে গিয়েছিল ব্রিটিশদের। লুঠ করার উদ্দেশ্যে ভারতেই তারা উপনিবেশ গড়েছিল। প্রায় ২০০ বছর ধরে ভারতে রাজত্বও করেছে তারা। সেই কারণে এ দেশের রাজ্যগুলির উপর ব্রিটিশদের সংস্কৃতির গভীর ছাপ পড়েছে। তবে ভারতে এমন একটি রাজ্য রয়েছে, যা কখনওই ব্রিটিশদের দাসত্ব করেনি।
শুধুমাত্র ভারতের মনোরম এই রাজ্যটিকেই পরাধীনতার বেড়ি পরাতে পারেনি ব্রিটিশরা
শুধুমাত্র ভারতের মনোরম এই রাজ্যটিকেই পরাধীনতার বেড়ি পরাতে পারেনি ব্রিটিশরা
advertisement

আমরা সকলেই জানি যে, ব্রিটিশরা গোটা ভারতেই নিজেদের রাজত্ব কায়েম করেছিল এবং কয়েকশো বছর ধরে রাজ্যপাট চালিয়েছিল। ভারতীয়দের উপর যথেচ্ছ ভাবে অত্যাচারও করেছে তারা। তবে ভারতের একটি রাজ্যে রাজত্ব কায়েম করার স্বপ্ন তাদের অধরাই রয়ে গিয়েছিল। কখনওই সেই রাজ্যকে তারা নিজেদের দাস বানাতে পারেনি। কিন্তু কীভাবে ব্রিটিশদের দাপট থেকে ওই রাজ্যটি নিরাপদ ছিল?

advertisement

আরও পড়ুন– UPS না NPS? নতুন নিয়মে হাতে টাকা কমই থাকবে, কেন এনপিএস-ই ভাল, হিসেব কষে বুঝিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞ

ব্রিটিশরা কাবু করতে পারেনি ভারতের এই রাজ্যটিকে:

বিষয়টা এমনটা নয় যে, সেই রাজ্যে কোনও সম্পদ ছিল না। কিংবা সেই রাজ্যটা সুন্দর ছিল না। এমনকী, আজকের দিনেও সৌন্দর্যের জন্য পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে এই রাজ্যটি। আমরা এখানে কথা বলছি গোয়ার বিষয়ে। সাগর-বেষ্টিত এই রাজ্য ব্রিটিশদের দাসত্ব করেনি। আর ব্রিটিশদের অত্য়াচারের হাত থেকে এই রাজ্যটি রেহাই পেয়েছিল, তার একটা বড় কারণ হল পর্তুগিজরা। ব্রিটিশদের অনেক আগে সেই ১৪৯৮ সালে তারা ভারতে পৌঁছেছিল। ভাস্কো ডা গামা ভারতকে আবিষ্কার করেছিলেন। তারপর থেকে পর্তুগিজরা এই দেশে বাণিজ্য শুরু করেছিল। এই সময়ের মধ্যে ব্রিটিশ এবং পর্তুগিজদের মধ্যে বেশ কিছু যুদ্ধ হয়েছিল। কিন্তু গোয়া কখনওই ব্রিটিশদের শাসনের অধীনে যায়নি।

advertisement

আরও পড়ুন- মহাকুম্ভে এসে জ্ঞানচক্ষুর উদয়, সবচেয়ে সেরা চা কোথায় পাওয়া যায় ? বিদেশি বিজ্ঞানী কী জানালেন দেখুন

এই রাজ্য দাসত্ব করেছে ঠিকই, তবে ব্রিটিশদের নয়:

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

১৬০৮ সালে ভারতের সুরাতে পৌঁছেছিল ব্রিটিশরা। ভারতের সম্পদ বাণিজ্যের মাধ্যমে তারা নিজেদের দেশে নিয়ে চলে যেত। ধীরে ধীরে এই দেশে আধিপত্য কায়েম করতে শুরু করে ব্রিটিশরা। যদিও ১৯৪৭ সালে তাদের ভারতছাড়া হতে হয়। কিন্তু ভারতের একমাত্র রাজ্য গোয়া কখনওই ব্রিটিশদের নিয়ন্ত্রণের অধীনে আসেনি। তবে ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভ করলেও গোয়া কিন্তু স্বাধীনতা লাভ করেনি। এই রাজ্যটি পর্তুগিজদের আওতায় ছিল। এমনকী, তারা প্রায় ৪০০ বছর ধরে ভারতে ছিল। ব্রিটিশরা ভারত ছেড়ে বেরিয়ে গেলেও গোয়া কিন্তু পর্তুগিজদের শাসনের আওতায় থেকে গিয়েছিল। অবশেষে ১৯৬১ সালে গোয়ায় পর্তুগিজ শাসনের অবসান ঘটে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Knowledge: পর্যটকদের পছন্দের তালিকায় সব সময় প্রথম স্থানে থাকে, অথচ ভারতের এই মনোরম রাজ্যটিকেই শুধুমাত্র পরাধীনতার বেড়ি পরাতে পারেনি ব্রিটিশরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল