নরম হাতঃ
যাঁদের হাত নরম হয়, তাঁরা কোমল প্রকৃতির হয়। বেশি নরম হলে অত্যন্ত ভাবুক ও চিন্তাপ্রবণ হয়। প্রকৃতিতে ভাব প্রবণতা থাকায়, এঁরা প্রধানতঃ কল্পনার জগতে বাস করেন। জীবনে এঁদের নানা ভাবে ,নানা দিক থেকে দুঃখ আসতে পারে। এঁরা ভালবাসার প্রতিদান পায় না। ভালবেসে প্রতিদান এঁরা পায় না, তবুও নানা ভাবে প্রেমে আকৃষ্ট হয়। এঁরা ভালবেসে নিজেকে সুখী মনে করেন।
advertisement
এঁদের মধ্যে সামাজিক প্রবণতা থাকায় এঁরা পাঁচজনের সঙ্গে ভালভাবে মেশে। এঁরা গান-বাজনা, জলপথে ভ্রমণ, ছবি আঁকা, কবিতা লেখা, সাহিত্য প্রভৃতি বিষয়ে জড়িত থাকে। এঁদের মনের উদারতা কিন্তু কম। এঁদের সৌন্দর্য ও শিল্পবোধ তীব্র হয়।
বান্ধব ও আত্মীয় পরিজনের সঙ্গে এঁরা খুব ভাল ব্যবহার করে থাকে। মেয়েদের মত এঁদের মধ্যে আবেগ খুব বেশি। ভালবেসে সুখী হলে, এঁদের মতো সুখী কম দেখা যায়। যাঁদের হাত কোমল তাঁদের অন্তরও কোমল হয় ।
শক্তহাতঃ
শক্ত হাত যাঁদের, তাঁদের প্রকৃতিতে দৃঢ়তা ও সময় সময় কঠোরতা প্রকাশ হতে থাকে। এঁরা প্রকৃতিতে সামান্য হলেও ভাবুক। পরিশ্রমে এঁদের ক্লান্তি আসেনা। এঁরা প্রাণপাত পরিশ্রম করেন। সংসারকে ভালবাসেন। জীবনে চলার পথে এঁরা সাহসী, নানা ঝড়ঝাপটা এঁরা অনায়াসে অতিক্রম করতে পারেন। সব সময় এঁরা অন্যের মতে চলতে চায় না। এঁরা যে কাজ মনে মনে করবে বলে ঠিক করেন, সেটা করেন ৷