আগামিকাল, রবিবার কোজাগরী লক্ষ্মীপুজো ৷ শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে এই পূজা হয়ে থাকে। বেশিরভাগ সনাতন হিন্দু ঘরে এই পুজো হয় ৷ বিশেষ করে যে বেদিতে দুর্গাপুজো হয়, সেই বেদিতে লক্ষ্মীর আরাধনা করতেই হয় ৷ জেনে নিন, আগামীকাল লক্ষ্মীপুজো কখন শুরু হচ্ছে, কখনই বা পূর্ণিমার সমাপ্তিতে শেষ হচ্ছে এই পুজো ৷
advertisement
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:
কোজাগরী পূর্ণিমা আরম্ভ:
বাংলা তারিখ: ২৫ আশ্বিন ১৪২৬, শনিবার। ইং তারিখ: ১২/১০/২০১৯। সময়: রাত্রি ১২টা ৩৭ মিনিট থেকে।
কোজাগরী পূর্ণিমা শেষ:
বাংলা তারিখ: ২৬ আশ্বিন ১৪২৬, রবিবার। ইং তারিখ: ১৩/১০/২০১৯। সময়: রাত্রি ২টো ৩৮ মিনিট পর্যন্ত।
কোজাগরী পূর্ণিমার উপবাস:
বাংলা তারিখ: ২৬ আশ্বিন ১৪২৬, রবিবার। ইং তারিখ: ১৩/১০/২০১৯। সময়: রাত্রি ২টো ৩৮ মিনিট পর্যন্ত ৷
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:
কোজাগরী পূর্ণিমা আরম্ভ:
বাংলা তারিখ: ২৪ আশ্বিন ১৪২৬, শনিবার। ইং তারিখ: ১২/১০/২০১৯। সময়: রাত্রি ১২টা ৩ মিনিট থেকে।
কোজাগরী পূর্ণিমা শেষ:
বাংলা তারিখ: ২৫ আশ্বিন ১৪২৬, রবিবার। ইং তারিখ: ১৩/১০/২০১৯। সময়: রাত্রি ১টা ৫৬ মিনিট পর্যন্ত।
কোজাগরী পূর্ণিমার উপবাস:
বাংলা তারিখ: ২৫ আশ্বিন ১৪২৬, রবিবার। ইং তারিখ: ১৩/১০/২০১৯। সময়: রাত্রি ১টা ৫৬ মিনিট পর্যন্ত।