ভিডিওটি টুইটারে শেয়ার করে কিরেন রিজিজু ক্যাপশনে লিখেছেন “আমাদের নাগা বোন এবং ভাইদের জন্য অত্যন্ত গর্বিত! নাগাল্যান্ডের আকর্ষণীয় গ্রাম। ” সিন্থেটিক ফ্যাব্রিক এবং অটোমেটেড মেশিনের তৈরি কাপড়জামা পড়তে আমরা অভ্যস্ত ঠিকই কিন্তু নাগা মহিলাদের এতো অপূর্ব তাঁত বোনার এবং হাতে কাপড় তৈরি করার দক্ষতার ভিডিও আমাদের কাছে চিরস্মরণীয় অভিজ্ঞতা হয়ে রয়ে যায়।
advertisement
তারিখহীন এই ভিডিওটি একটি পাবলিক ইভেন্টে রেকর্ড করা হয়েছে। এখানে বহু লোকের সমাগম দেখা যায়, যেখানে পর্যটক এবং দর্শকরা এই নাগা গ্রামটিকে ঘুরে দেখছেন এবং ওই নাগা মহিলাদের ঘিরে থাকা কিছু ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফাররা এই সুন্দর মুহূর্তগুলোকে নিজেদের ক্যামেরায় বন্দি করে রাখছেন।
ভিডিওতে এই নাগা গ্রামের প্রাকৃতিক দৃশ্য , নাগা সংস্কৃতির উপস্থিতি এবং নাগা মহিলাদের অভূতপূর্ব তাঁত বোনার দৃশ্য আপনাকেও মুগ্ধ করতে পারে। ভিডিওটি দেহুন এবং নিজেদের প্রতিক্রিয়া অবশ্যই জানান।