তাঁর প্রয়াণে মর্মাহত জুনিয়র বাপ্পি লাহিড়ি, আসানসোলের বাসিন্দা জ্যোতিপ্রকাশ মুখোপাধ্যায়। এলাকায় তিনি জুনিয়র বাপ্পি লাহিড়ি নামে পরিচিত। জ্যোতিপ্রকাশ মুখোপাধ্যায়ের বাহ্যিক রূপ থেকে শুরু করে স্টাইল, সাজসজ্জা সবই বাপ্পি লাহিড়ির অনুকরণে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চেও তিনি বাপ্পি লাহিড়ির গান অনুকরণ করেন। দীর্ঘদিন ধরেই তিনি নিজের এলাকায় জুনিয়র বাপ্পি লাহিড়ি নামে পরিচিত। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সংগীত শিল্পী বাবুল সুপ্রিয় তাকে সাক্ষাৎ করার কথাও জানিয়েছিলেন।
advertisement
আরও পড়ুন: বাপ্পি লাহিড়িকে শেষ শ্রদ্ধা জানাতে মুম্বইয়ের বাড়িতে তারকাদের ভিড়, দেখুন কে কে এলেন...
তবে জুনিয়র বাপ্পি লাহিড়ি আজ গভীরভাবে শোকাহত। কারণ প্রয়াত হয়েছেন তাঁর গুরুদেব। জুনিয়র বাপ্পি লাহিড়িকে, তাঁর গুরুদেব বাপ্পি লাহিড়ির ছবি হাতে নিয়ে এ দিন চোখের জল ফেলতে দেখা গিয়েছে। জ্যোতিপ্রকাশ মুখোপাধ্যায় জানিয়েছেন, তিনি কথার বলার মতো অবস্থায় নেই। তিনি বলেন, 'বাপ্পি লাহিড়ির গান পৃথিবীর কাছে অমূল্য সম্পদ। তাঁর মৃত্যু পৃথিবীর বুক থেকে এক অদ্ভুত জিনিস হারিয়ে যাওয়া, যা কোনওদিন পূরণ হবে না।' বাপ্পি লাহিড়িরকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন জুনিয়র বাপ্পি লাহিড়ি। নিজের গলায় 'কভি আলবিদা না কেহেনা' গানের মাধ্যমে কিংবদন্তী সংগীতশিল্পীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তিনি।