TRENDING:

২০ বছর আগে রুটি-রুজির টানে সৌদি আরবে পাড়ি যুবকের, একবারও দেশে ফেরেননি, এর মধ্যেই এল এই খবর!

Last Updated:

Jhunjhunu News : কাজের জন্য শেখাবাটির অধিকাংশ যুবকই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গিয়েছেন। ফিরবেন সেই বৃদ্ধ হয়ে। হ্যাঁ, এটাই সত্যি। ১০ ফুট বাই ২০০ ফুটের একটা ঘরে থাকা। অনেক সময় তাও জোটে না। অকথ্য অত্যাচার, দুর্ব্যবহারও সহ্য করতে হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৃষ্ণ সিং শেখাওয়াত, ঝুনঝুনু: রুটি-রুজির টানে অনেকেই ভিন দেশে পাড়ি জমান। কোনও রকমে একটা কাজ জুটিয়ে নেন। তারপর সেখানেই থাকতে শুরু করেন। মাসে মাসে টাকা পাঠান দেশের বাড়িতে। সংসার চলে। এ এক করুণ জীবন।
২০ বছর আগে রুটি-রুজির টানে সৌদি আরবে পাড়ি যুবকের, একবারও দেশে ফেরেননি
২০ বছর আগে রুটি-রুজির টানে সৌদি আরবে পাড়ি যুবকের, একবারও দেশে ফেরেননি
advertisement

কাজের জন্য শেখাবাটির অধিকাংশ যুবকই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গিয়েছেন। ফিরবেন সেই বৃদ্ধ হয়ে। হ্যাঁ, এটাই সত্যি। ১০ ফুট বাই ২০০ ফুটের একটা ঘরে থাকা। অনেক সময় তাও জোটে না। অকথ্য অত্যাচার, দুর্ব্যবহারও সহ্য করতে হয়।

আরও পড়ুন– ট্রেনের AC কোচে বসেছিল যুবক, GRP এসে তার ব্যাগের তল্লাশি চালায়, সেখানে যা মিলল…!

advertisement

শুধু তাই নয়। মৃত্যু হলে মরদেহ ফিরিয়ে আনতেও মাসের পর মাস লেগে যায়। এমন ঘটনা আগেও ঘটেছে। এবার ফের ঘটল। রাজস্থানের ঝুনঝুন জেলার বিশানপুরের এক ব্যক্তি ২০ বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন। মাঝে একবারও দেশে ফেরেননি। এখন সেখানেই মৃত্যু হয়েছে তাঁর। মৃত ব্যক্তির পরিবার আর্থিকভাবে দুর্বল। মরদেহ সৌদি আরব থেকে ভারতে আনার অনেক খরচ। তাঁদের পক্ষে সেই ব্যয়ভার মেটানো সম্ভব নয়। তবে আপ্রাণ চেষ্টা করছেন তাঁরা। ঘরের ছেলেকে যেভাবে হোক ফিরিয়ে আনবেনই।

advertisement

সবচেয়ে করুন বিষয় হল, মৃত ব্যক্তির স্ত্রী এখনও জানেন না, স্বামী আর বেঁচে নেই। ২০ বছর ধরে স্বামীর ফেরার অপেক্ষা করছেন। সন্তানদেরও বলেন, “কোনও চিন্তা নেই, বাবা একদিন ফিরবে।” বাড়ির লোকজন তাঁকে আর মুখ ফুটে মৃত্যুর খবর জানাতে পারেনি। শুধু বলেছে, স্বামী অসুস্থ, গুরুতর অসুস্থ।

আরও পড়ুন– ‘আমরা কিন্তু কাউকে ডাকিনি…’ বিতর্কিত পদযাত্রা নিয়ে এবার খোলাখুলি ভাবে মুখ খুললেন বৃন্দাবনের সন্ত প্রেমানন্দ মহারাজ

advertisement

মৃতের নাম রাজেন্দ্র নায়ক। ২৫ জানুয়ারি সৌদি আরবের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আপাতত মর্গে রয়েছে দেহ। গ্রামে মৃতদেহ ফেরাতে ৩ লাখ টাকার প্রয়োজন। কোথা থেকে জোগাড় হবে এত টাকা?

পরিবারের কাতর আবেদন, “কেউ কী আমাদের পাশে দাঁড়াবেন? অন্তত মৃতদেহটা যেন গ্রামে ফেরানো যায়।” ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে মৃতের পরিবার। রাজেন্দ্রকে একবার শেষ দেখা দেখতে চান তাঁরা।

advertisement

গ্রামের প্রধান সুনীল বিজারণিয়া জানিয়েছেন, এলাকার জনপ্রতিনিধিদের সাহায্যে বিদেশ মন্ত্রকে চিঠি পাঠানো হয়েছে। গ্রামের মানুষ একজোট হয়ে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন, যেভাবেই হোক মৃতদেহ গ্রামে ফেরানোর ব্যবস্থা করা হোক।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাজেন্দ্রর ভাই সঞ্চয় কুমার জানিয়েছেন, পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ। সেই জন্যই সৌদি আরবে কাজে গিয়েছিলেন রাজেন্দ্র। কিন্তু তাতেও অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। রাজেন্দ্রর স্ত্রী এবং তিন সন্তান এখনও তাঁর মৃত্যুর খবর জানেন না। সবাই আশায় রয়েছেন, তিনি বাড়ি ফিরবেন।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
২০ বছর আগে রুটি-রুজির টানে সৌদি আরবে পাড়ি যুবকের, একবারও দেশে ফেরেননি, এর মধ্যেই এল এই খবর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল