যখনই জীবনে ঢাইয়া ও সাড়ে সাতি থাকবে তখনই যে কোনও অপ্রীতিকর ঘটনা, দুর্ঘটনা আপনার জীবনকে জেরবার করে তুলবে ৷ মনের উপর বাড়বে চাপ, কি করবেন আর কি না করবেন ? বুঝতে পারছেন না ৷ ফলে মানসিক চাপ বাড়বেই ৷ সঙ্কটমোচক হনুমানজির পুজোই একমাত্র বাধা বিপত্তি থেকে মুক্তি দিতে পারে ৷ পূরণ হবে সমস্ত ভাল মনস্কামনা ৷ শুধুই শনির দশা নয়, জীবনের যেকোনও খারাপ দশা থেকেই মুক্তি আসবে ৷ সফল হবেন আপনি ৷ তাই রোজ হনুমানজির পুজো করুন আর জীবনের সব সঙ্কট দূর করুন ৷
advertisement
প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পড়ুন বাড়বে মনের জোর আসবে সাফল্য, কাটবে বাধা বিপত্তি ৷ একমাত্র পুরাণে উল্লেখ আছে শনির প্রকোপ থেকে বাঁচাতে পারেন বজরঙ্গবলিই ৷ শনিবার নিরামিষ খেয়ে দেখুন সুফল পাবেন আপনি ৷ সঙ্গে সঙ্গে কখনই চাল, তেল, নুন, ডাল কিনবেন না ৷ এতে শনিদেব রুষ্ট হন ৷ প্রতিদিন হনুমান চল্লিশা পড়ুন, তাতেই করতে পারবেন বাজিমাত ৷