আরও পড়ুন: চোখে মুখে চাপ, মাঠ ছাড়লেন বুমরাহ,রোহিতহীণ দলে অধিনায়কত্বের ব্যাটন কার হাতে…
জোমাটোর ডেটা অনুযায়ী পাওয়া এই তথ্যটি একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার মাধ্যমে টুইটারে পোস্ট হয়। পোস্ট ঘিরে তুমুল উত্তেজনাও দেখা গিয়েছে। পোস্টটিকে ঘিরে একাধিক কমেন্টও করেছে।
advertisement
এই পোস্টের পরেই একজন এক্স (টুইটার) ব্যবহারকারী মুস্তাফা খুন্দমিরি লিখেছেন, মানুষ এতটাও বোকা না যতটা তাদের দেখানো হচ্ছে। তিনি তাঁর পোস্টে একটা স্ক্রিনশট শেয়ার করেন যেখানে দুইটি রেস্তোরাঁর নাম দেখা যায়। একটির নাম গার্লফ্রেন্ড ফুড কোর্ট এটি অবস্থিত হায়দরাবাদের আমীরপিটে। আর দ্বিতীয়টির নাম গার্লফ্রেন্ড আরবিয়ান মান্ডি রেস্টুরেন্ট। এটাও হায়দরাবাদেই অবস্থিত।
অনেক ব্যবহারকারী এই পোস্ট সম্পর্কে এক্স-এ অনেক হাস্যকর মন্তব্য পোস্ট করেছেন। তাঁদের মধ্যে একজন লিখেছেন, “এটি কেবল ভারতেই ঘটতে পারে।” অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “জোমাটোর বিবাহের ক্ষেত্রেও পা রাখার সুযোগ রয়েছে।” অন্য একজন মন্তব্য করেছেন, “কতজন লোক এই অর্ডার দিয়েছে তা জেনে আমি উত্তেজিত।”