ইন্ডিগোর ওই বিমানসেবিকার নাম আয়াত (Aᴀʏᴀᴛ urf Afreen) ৷ এক নাচেই রাতারাতি জনপ্রিয় তিনি ৷ মাত্র কয়েক মিনিটের ভিডিও ৷ কিন্তু ৬ কোটি বারেরও বেশি দেখা হয়েছে সেটি ৷ সোশ্যাল মিডিয়ার রমরমার যুগে কী না সম্ভব ! সামান্য একটা গান বা নাচও মানুষকে কতটা জনপ্রিয় করে তুলতে পারে, এটাই তার প্রমাণ ৷ তাঁর ভিডিওটি ৬ কোটি বারেরও বেশি দেখার জন্য এ বার ধন্যবাদ জানিয়ে নতুন ভিডিও পোস্ট করেছেন আয়াত ৷
advertisement
আরও পড়ুন- ক্লাসরুমে গান চালিয়ে তুমুল নাচ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড আগরার একটি স্কুলের ৫ শিক্ষিকা
ভিডিওতে দেখা গিয়েছে, পিপিই স্যুট পরেই বিমানের মধ্যে নাচছেন বিমানসেবিকা। যদিও যাত্রীদের আসন রয়েছে ফাঁকা। 'মানিকে মাগে হিতে' গানের সঙ্গে নাচটি করেন আয়াত, এবং তাঁরই কোনও সহকর্মী এই ভিডিওটি তুলেছিলেন।
জানা গিয়েছে, আয়াত উরফ আফরিন নামের ওই বিমানসেবিকা হল্টের সময় ফাঁকা বিমানে নেচে মজা করছিলেন। গানের পাশাপাশি আয়াতের এমন অসাধারণ নাচও এবার মন জয় করেছে নেটিজেনের।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, 'লম্বা হল্ট! ক্রু-রা একটু নাচ করবেন না।' নেটিজেনরাও এই নাচের দারুণ প্রশংসা করেছেন ৷ ভরিয়ে দিয়েছেন একাধিক কমেন্টে।