TRENDING:

Viral Video | Indigo Air Hostess: ‘মানিকে মাগে হিতে’ গানে নাচ তাঁর সুপারহিট, কোটি কোটি ভিউ ভিডিওর! ফ্যানদের ধন্যবাদ বিমানসেবিকার

Last Updated:

ইন্ডিগোর ওই বিমানসেবিকার নাম আয়াত (Aᴀʏᴀᴛ urf Afreen) ৷ এক নাচেই রাতারাতি জনপ্রিয় তিনি ৷ মাত্র কয়েক মিনিটের ভিডিও ৷ কিন্তু ৬ কোটি বারেরও বেশি দেখা হয়েছে সেটি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বিগত কয়েক সপ্তাহ ধরেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং একটাই গান ৷ তা হল শ্রীলঙ্কার ২৮ বছর বয়সী গায়িকার গাওয়া ‘মানিকে মাগে হিতে ’ গানটি (Manike Mage Hithe) ৷ সোশ্যাল মিডিয়ায় সর্বত্র ছেয়ে গিয়েছে গানটি ৷ ইনস্টা রিলেও অনেকেই এই গানে ভিডিও বানাচ্ছেন ৷ সম্প্রতি ইন্ডিগো এয়ারলাইন্সের (Indigo) এক বিমানসেবিকার এই গানে বানানো ভিডিওটি দারুণভাবে জনপ্রিয় হয়েছে ৷ ভিডিওটি আপলোডের সঙ্গে সঙ্গেই সেটির মিলিয়ন ভিউজ হয়ে যায় ৷ সেই ভিউজ এখন ৬০ মিলিয়ন টপকে গিয়েছে৷ এর জন্য নিজের ফ্যানদের ধন্যবাদ জানিয়েছেন  বিমানসেবিকা ৷
Photo: Instagram
Photo: Instagram
advertisement

ইন্ডিগোর ওই বিমানসেবিকার নাম আয়াত (Aᴀʏᴀᴛ urf Afreen) ৷ এক নাচেই রাতারাতি জনপ্রিয় তিনি ৷ মাত্র কয়েক মিনিটের ভিডিও ৷ কিন্তু ৬ কোটি বারেরও বেশি দেখা হয়েছে সেটি ৷ সোশ্যাল মিডিয়ার রমরমার যুগে কী না সম্ভব ! সামান্য একটা গান বা নাচও মানুষকে কতটা জনপ্রিয় করে তুলতে পারে, এটাই তার প্রমাণ ৷ তাঁর ভিডিওটি ৬ কোটি বারেরও বেশি দেখার জন্য এ বার ধন্যবাদ জানিয়ে নতুন ভিডিও পোস্ট করেছেন আয়াত ৷

advertisement

আরও পড়ুন- ক্লাসরুমে গান চালিয়ে তুমুল নাচ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড আগরার একটি স্কুলের ৫ শিক্ষিকা

ভিডিওতে দেখা গিয়েছে, পিপিই স্যুট পরেই বিমানের মধ্যে নাচছেন বিমানসেবিকা। যদিও যাত্রীদের আসন রয়েছে ফাঁকা। 'মানিকে মাগে হিতে' গানের সঙ্গে নাচটি করেন আয়াত, এবং তাঁরই কোনও সহকর্মী এই ভিডিওটি তুলেছিলেন।

জানা গিয়েছে, আয়াত উরফ আফরিন নামের ওই বিমানসেবিকা হল্টের সময় ফাঁকা বিমানে নেচে মজা করছিলেন। গানের পাশাপাশি আয়াতের এমন অসাধারণ নাচও এবার মন জয় করেছে নেটিজেনের।

advertisement

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, 'লম্বা হল্ট! ক্রু-রা একটু নাচ করবেন না।' নেটিজেনরাও এই নাচের দারুণ প্রশংসা করেছেন ৷ ভরিয়ে দিয়েছেন একাধিক কমেন্টে।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video | Indigo Air Hostess: ‘মানিকে মাগে হিতে’ গানে নাচ তাঁর সুপারহিট, কোটি কোটি ভিউ ভিডিওর! ফ্যানদের ধন্যবাদ বিমানসেবিকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল