প্রথমেই চেকিংয়ের সময় শাস্তিস্বরূপ জরিমানার মুখে পড়তে হচ্ছে সেইসব যাত্রীকে। বিষয়টা এখানেই থেমে থাকছে না। বরং জরিমানা দেওয়ার পরেও তাঁদের মাঝপথেই ট্রেন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। আর এভাবেই ভারতীয় রেল এই ধরনের যাত্রীদের কাছ থেকে প্রায় তিন লক্ষেরও বেশি টাকা জরিমানা সংগ্রহ করেছে। এর পাশাপাশি বিনা টিকিটে ভ্রমণ করার অভিযোগে ধরা পড়া যাত্রীদের কাছ থেকে রেকর্ড পরিমাণ ১.৫৪ কোটি টাকা জরিমানা নেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন– ১৫ বছর পর আবার মে মাসেই বাংলায় বর্ষা! তবে এই ঘটনা নজিরবিহীন নয়
পূর্ব মধ্য রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সরস্বতী চন্দ্র বলেন, বিনা টিকিটে ভ্রমণ এবং ভ্রমণের সময় অনিয়ম করা যাত্রীদের ধরপাকড় করার জন্য এক বিশেষ অভিযান চালানো হয়েছিল। পূর্ব মধ্য রেলওয়ের ২৬৮টি এসি কামরাবিশিষ্ট মেল অথবা এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে। সেখানেই অভিযান চালানো হয়েছে। অনিয়ম করে যাতায়াত করার অভিযোগে ৫২১ জন যাত্রীকে জরিমানা করে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এভাবে প্রায় ৩ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা সংগ্রহ করেছে রেল।
আরও পড়ুন- ঝড়ের ধাক্কায় নড়ে গেল আস্ত একটি বিমান ! আমেরিকার বিমানবন্দরে অবাক করার মতো দৃশ্য
রেলের ওই বিশেষ অভিযানে নিযুক্ত করা হয়েছিল ১০১৮ জন টিকিট পরীক্ষক, সদর দফতর এবং বিভাগের কমার্শিয়াল ডিপার্টমেন্টের আধিকারিক এবং রেলওয়ে সুরক্ষা বাহিনী ও অফিসের অতিরিক্ত কর্মচারীদের। প্রায় সকল প্রধান স্টেশনগুলিতে এবং দানাপুর, সোনপুর, সমস্তিপুর, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং ধানবাদ ডিভিশনের ট্রেনগুলিতে এই বিশেষ অভিযান চলেছিল।
ওই অভিযানে বিনা টিকিটে যাত্রা করা প্রায় ২১,২৭০ জন যাত্রীকে ধরা হয়েছিল। এর মধ্যে আবার ৫২১ জন যাত্রীর বিরুদ্ধে কোনও রকম অনুমোদন ছাড়াই এসি কামরায় ভ্রমণ করার অভিযোগ উঠেছে। আর এই সমস্ত যাত্রীদের কাছ থেকে ১.৫৪ কোটি টাকার রেকর্ড পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছে।