TRENDING:

Malaysia Viral Woman: বাড়ি থেকে ৪০০ কিলোমিটার দূরে অফিস, প্রতিদিন ভোর চারটেয় ঘুম ভাঙে এই তরুণীর! তার পর...

Last Updated:

রাচেল জানিয়েছেন, রোজ এভাবে বিমানে কুয়ালালামপুরের অফিসে যাওয়া তাঁর কাছে আর্থিক দিক দিয়েও সাশ্রয়কর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কুয়ালালামপুর: প্রতিদিন অফিস যাতায়াতের পথে বাস, ট্রেন, অথবা পরিবহণের অন্য কোনও মাধ্যমের উপরে ভরসা করেন চাকরিজীবীরা৷ ব্যক্তিগত যানবাহন থাকলে অবশ্য আলাদা কথা৷ তবে গণপরিবহণের উপরে যাঁদের ভরসা করতে হয়, তাঁরা সাধারণত ঘড়ি ধরেই ট্রেন, বাস, মেট্রো ধরেন৷ সময়ের একটু এদিক ওদিক হয়ে ট্রেন-বাস মিস হলেই অফিসে লেট হওয়ার ভয় থাকে৷
এয়ার এশিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মরত রাচেল কৌর৷ ছবি-ইউটিউব
এয়ার এশিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মরত রাচেল কৌর৷ ছবি-ইউটিউব
advertisement

মালয়েশিয়ায় এমন একজন ভারতীয় বংশোদ্ভুত মহিলার খোঁজ মিলল, যিনি প্রতিদিন অফিস যাওয়ার জন্য একই সময় বিমান ধরেন৷ ওই মহিলার নাম রাচেল কৌর৷ প্রতিদিন ভোর চারটেয় ঘুম থেকে উঠে সকাল ৫.৫৫ মিনিটের পেনাং থেকে সেপাং যাওয়ার বিমান ধরেন তিনি৷

আরও পড়ুন:

কিন্তু কেন এমন করেন তিনি? রাচেল জানিয়েছেন, তাঁর সন্তানরা ছোট৷ ফলে বাড়ি থেকে দূরে থাকা সম্ভব নয় তাঁর৷ তাই চাকরি এবং সংসার দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই এই পথ বেছে নিয়েছেন তিনি৷ সপ্তাহে পাঁচ দিনই এ ভাবে অফিসে যাতায়াত করেন রাচেল৷

advertisement

ওই তরুণী জানিয়েছেন, প্রথম দিকে কুয়ালালামপুরে নিজের অফিসের কাছে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন তিনি৷ সপ্তাহান্তে বাড়ি আসতেন রাচেল৷ কিন্তু তাঁর দুই সন্তানের বয়স যথাক্রমে ১২ এবং ১১৷ তাই তাঁদের আরও বেশি করে সময় দিতেই প্রতিদিন বিমানে অফিস য়াতায়াত করার সিদ্ধান্ত নেন রাচেল৷

রাচেল জানিয়েছেন, রোজ এভাবে বিমানে কুয়ালালামপুরের অফিসে যাওয়া তাঁর কাছে আর্থিক দিক দিয়েও সাশ্রয়কর৷ কারণ রাচেল এয়ার এশিয়ার কর্মী৷ কুয়ালালামপুরে বাড়ি ভাড়া করে থাকতে তাঁর ভারতীয় মুদ্রায় প্রায় ২৪ থেকে ২৫ হাজার টাকা প্রতিমাসে খরচ হত৷ সেখানে কর্মীদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকায় এয়ার এশিয়ার বিমানে যাতায়াত করতে প্রতি মাসে ১৯ থেকে ২০ হাজার টাকা খরচ হয় তাঁর৷ ৪০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে বিমানে ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগে৷ ফলে প্রতিদিন সকালে ৭.৪৫ মিনিটের মধ্যেই অফিসে পৌঁছে যান রাচেল৷ আবার সন্ধেবেলা পেনাংয়ের বিমান ধরে সন্ধে সাড়ে ৭টার মধ্যে বাড়ি ফিরে আসেন রাচেল৷

advertisement

তবে উৎসবের মরশুমে বিমানের টিকিট পেতে এক এক সময় কিছুটা সমস্যা দেখা দেয়৷ যদিও এতদিনে বিমানে টিকিট না পাওয়ার কারণে অফিস যাতায়াত আটকায়নি রাচেলের৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Malaysia Viral Woman: বাড়ি থেকে ৪০০ কিলোমিটার দূরে অফিস, প্রতিদিন ভোর চারটেয় ঘুম ভাঙে এই তরুণীর! তার পর...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল