TRENDING:

Viral Video: নিউইয়র্কের ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে এই ভারতীয় গাইলেন ‘দিলবার মেরে’, তুমুল ভাইরাল ভিডিও

Last Updated:

'Dilbar Mere' song Viral in New York Street: এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তা তুমুল ভাইরাল ৷ প্রত্যেকেই প্রশংসা করেছে ভিডিওটির ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউইয়র্ক: নিউ ইয়র্কের রাস্তায় কিশোর কুমারের বিখ্যাত গান ৷ আর তাও আগের থেকে ঠিক থাকা কোনও ‘কনসার্ট’ বা অনুষ্ঠানে নয় ৷ রাস্তায় যেতে যেতে এক আমেরিকান ইউটিউবারের সঙ্গে হঠাৎ করেই গেয়ে উঠলেন এক ভারতীয় ৷ সেই গানের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল !
Photo: Screen grab
Photo: Screen grab
advertisement

অমিতাভ বচ্চন অভিনীত আটের দশকের ছবি ‘সত্তে পে সত্তা’-র বিখ্যাত গান ‘দিলবার মেরে’ (Dilbar Mere) ৷ কিশোর কুমারের গাওয়া এই গান আজও পুরনো হয়নি ৷ ঘটনাটি এবার ঠিক কী ঘটেছিল বলা যাক ৷ নিউইয়র্কের রাস্তায় এক ইউটিউবার গিটার হাতে দাঁড়িয়েছিলেন ৷ পথ চলতি মানুষদের ডেকে অনুরোধ করছিলেন, তাঁর সঙ্গে কোনও গান গাওয়ার জন্য ৷ কিন্তু নিউইয়র্কের ব্যস্ত রাস্তায় তখন কেউই তাতে রাজি হচ্ছিলেন না ৷ সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন গৌরাঙ্গ নামের এক ভারতীয় যুবক ৷ তিনিও নিজের কাজেই যাচ্ছিলেন ৷ ইউটিউবারের অনুরোধ প্রথমে না করে কিছুদূর এগিয়েও যান তিনি ৷ পরে আবার ফিরে আসেন ৷

advertisement

গৌরাঙ্গকে ফিরে আসতে দেখে খুশি হন গিটার হাতে দাঁড়ানো ইউটিউবার রেজিনাল্ড গিলোমে (Reginald Gillaume) ৷ তিনি গৌরাঙ্গকে জিজ্ঞেস করেন, কোন গানটি গাইবেন ৷ কিন্তু গৌরাঙ্গ সাফ জানিয়ে দেন, তিনি কোনও ইংরেজি গান জানেন না ৷ তাঁর পক্ষে শুধু হিন্দি গানই গাওয়া সম্ভব ৷ তা শুনে রেজিনাল্ড বলেন, কোনও অসুবিধা নেই ৷ বলিউডের কোন গান গাইবেন সেটা জিজ্ঞেসও করেন ৷ শুধু বলেন, যে গানই তিনি করেন না কেন, তার মিউজিক  একটু আগের থেকে শুনিয়ে দিলে রেজিনাল্ডের পক্ষে সুবিধা হবে বাজাতে ৷ সেইমতোই ইউটিউবে আগে গানটি একটু শুনে নেন ওই ইউটিউবার ৷

advertisement

আরও পড়ুন- সন্তানদের স্কুলে পাঠিয়ে পর্ন ফিল্ম শ্যুট করতেন বাবা-মা ! সমস্যা এল অন্য অভিভাবকদের তরফে

সেরা ভিডিও

আরও দেখুন
জেলার বুকে একটুকরো পার্ক স্ট্রিট! বড়দিন থেকে বর্ষবরণ উৎসবের বিরাট আয়োজন, দেখুন
আরও দেখুন

ব্যস তারপর আর দেরি না করে ‘দিলবার মেরে’ নিউইয়র্কের ব্যস্ত রাস্তাতে দাঁড়িয়ে গেয়েই ফেলেন গৌরাঙ্গ ৷ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তা তুমুল ভাইরাল ৷ প্রত্যেকেই প্রশংসা করেছে ভিডিওটির ৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: নিউইয়র্কের ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে এই ভারতীয় গাইলেন ‘দিলবার মেরে’, তুমুল ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল