লক্ষ লক্ষ মৌমাছির মাঝে থাকার কথা কল্পনা করা যায় কি? অনেকেই বিষয়টাকে মজাচ্ছলে নিতে পারেন। কিন্তু এটা আসলেই সত্যি। এখানে সারা দিন ধরে শোনা যাবে মৌমাছির গুনগুন আওয়াজ। বলা ভাল, মৌমাছিরাই স্বাগত জানাবেন পর্যটকদের। শুধু কি তা-ই। বেডরুমের মধ্যেও কিন্তু ঝুলে থাকে মৌচাক। ফলে সব মিলিয়ে বিশ্বের মধ্যে এই জায়গাটিকে অনন্যই বলা চলে।
advertisement
আসলে এহেন একটি জায়গা তৈরি করেছেন ইতালির মৌমাছি প্রতিপালনকারী এই ব্যক্তি। মূলত অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে এটা একেবারে স্বর্গ। এই জায়গাটির নাম হল ওয়ান্ডার বি অ্যান্ড বি। গোটা বাড়িটিতে রয়েছে প্রায় ১০ লক্ষ মৌমাছি। আর গৃহসজ্জার অঙ্গ হিসেবে ব্যবহার করা হয়েছে মৌচাক। আসলে দেওয়াল এবং কেবিনের মধ্যবর্তী অংশেই থাকে মৌচাক। এখানে কেউ ঘরের মধ্যে শুয়ে থাকলে তিনি সিলিংয়ের মধ্যে মৌচাক ঝুলতে দেখতে পাবেন। আর উপরি পাওনা হিসেবে থাকবে মৌমাছির গুনগুন শব্দ। যা অনেকটা ঘুমপাড়ানি গানের মতো কাজ করবে। আর এই বাড়িতে পর্যটকদের স্বাগত জানাবে বাম্বল বি।
মালিক রোক্কো ফিলোমেনোর জমিতে এই দুর্দান্ত জায়গাটি তৈরি করেছেন কিছু ভলেন্টিয়ার। আর তা তৈরি করতে খরচ হয়েছে মোটামুটি ১৩ লক্ষ টাকার কাছাকাছি। এটা মূলত একটা সিঙ্গেল বেডরুমের মতো। যেখানে ২ জন মানুষ থাকতে পারবেন। বাড়িটিতে রয়েছে মোট ৯টি মৌচাক, যেখানে প্রায় ১০ লক্ষ মৌমাছির বাস। বার্চ কাঠের তৈরি এই জায়গায় এক রাত থাকতে গেলে পকেট থেকে খসবে প্রায় ১১ হাজার টাকা থেকে ১৪ হাজার টাকা। তবে বিদ্যুৎ পৌঁছয়নি এই এলাকায়। ফলে সৌরশক্তির মাধ্যমে বাল্ব জ্বালানো হয় এখানে। চমকের এখানেই শেষ নয়। স্নানের জন্য যেতে হবে কাছের একটি কটেজে। সেখানে জলপাই গাছে শাওয়ার লাগিয়ে অতিথিদের স্নানের ব্যবস্থা করা হয়েছে। ফলে মৌমাছির গুঞ্জন এবং নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে হলে যেতেই হবে এই জায়গাটিকে।